টি-টোয়েন্টিতে ফিরলেন বাবর আজম, নতুন অধ্যায়ে পাকিস্তান দলে বড় পরিবর্তন

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টিতে ফিরলেন বাবর আজম, নতুন অধ্যায়ে পাকিস্তান দলে বড় পরিবর্তন

টি-টোয়েন্টিতে ফিরলেন বাবর আজম, নতুন অধ্যায়ে পাকিস্তান দলে বড় পরিবর্তন

টি-টোয়েন্টিতে ফিরলেন বাবর আজম, নতুন অধ্যায়ে পাকিস্তান দলে বড় পরিবর্তন

দীর্ঘ বিরতির পর পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ফিরলেন টি-টোয়েন্টি দলে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ঘরোয়া সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শেষবার বাবরকে দেখা গিয়েছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে টি-টোয়েন্টি ম্যাচে। এরপর বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও এশিয়া কাপের দলে জায়গা হয়নি তাঁর।

নতুন ঘোষণায় ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল এবং ১৬ সদস্যের ওয়ানডে দল দিয়েছে পিসিবি। টি-টোয়েন্টিতে নেতৃত্ব ধরে রেখেছেন সালমান আলি আগা, আর ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো অধিনায়কত্ব পাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি।

টি-টোয়েন্টি দলে বাবরের সঙ্গে ফিরে এসেছেন নাসিম শাহ ও আব্দুল সামাদ। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন উসমান তারিক। অন্যদিকে ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন ফয়সাল আক্রম, হরিস রউফ ও হাসিবুল্লাহ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে। এরপর ৪ থেকে ৮ নভেম্বর ফয়সালাবাদে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

পরবর্তীতে ১১ থেকে ১৫ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটি ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সবশেষে ১৭ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নবাজ, মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটরক্ষক), উসমান তারিক।

রিজার্ভ: ফখর জামান, হরিস রউফ, সুফিয়ান মোকিম।