বিপিএল ফাইনালে বরিশালের 'বিদেশির গরম', তুলনায় অনেকটাই 'দু'র্বল' চিটাগং
বিপিএল ফাইনালে বরিশালের 'বিদেশির গরম', তুলনায় অনেকটাই 'দু'র্বল' চিটাগং
বিপিএল ফাইনালে বরিশালের 'বিদেশির গরম', তুলনায় অনেকটাই 'দু'র্বল' চিটাগং
ফরচুন বরিশাল-চিটাগং কিংস; বিপিএল ফাইনালে শুক্রবার তাদের শিরোপার লড়াই। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে আসা বরিশাল শিরোপার মঞ্চেও পাচ্ছে একই প্রতিপক্ষকে। তামিমদের সঙ্গে কাইল মায়ের্স আগের ম্যাচ থেকেই যুক্ত, কেবল ফাইনাল মাতাতে উড়ে এলেন জিমি নিশাম। তবে কিংস ফ্র্যাঞ্চাইজি ফাইনালের জন্য নতুন কোনো বিদেশিকে দলে আনছে না, পুরানোদের নিয়েই করছে বড় আশা।
বিপিএলের লিগ পর্ব থেকেই চলছে ফরচুন বরিশাল-চিটাগং কিংসের মজার লড়াই। লিগ পর্বের শেষ ম্যাচে বরিশালকে হারানোর ফলে প্রথম কোয়ালিফায়ারে বরিশালকেই পায় চিটাগং। এরপর চিটাগংকে উড়িয়ে সবার আগে বিপিএল ফাইনালের টিকিট নিশ্চিত করে তামিমের বরিশাল। অপেক্ষায় থাকে প্রতিপক্ষের... গতরাতের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শেষ বলে ৪ মেরে ফাইনালে উঠে চিটাগং, হতাশায় ভেঙে খুলনা টাইগার্সকে নিতে হয় বিদায়।
ঘুরে-ফিরে আবারও সেই দুই দলের লড়াই। টানা দুই শিরোপা জয়ে চোখ রাখছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম কোয়ালিফায়ারে দারুণ ব্যাটিং করে ফরচুন বরিশালকে ফাইনালে নিয়ে আসা ওপেনার তাওহীদ হৃদয় ফাইনাল শেষেও হাসতে চাইবেন।
বিপরীতে, ফরচুন বরিশাল করেছে বাজিমাত। কেবল বিপিএল ফাইনাল খেলতেই বাংলাদেশে এসেছেন জিমি নিশাম। টুর্নামেন্টের শুরুতে খেলে যাওয়া কাইল মায়ের্স ফরচুন বরিশালে ফিরে আসেন প্লে-অফের আগেই। শুরু থেকেই বিপিএলে থাকা ডেভিড মালান ফাইনালের মতো বিগ ম্যাচে হতে পারেন বরিশালের অন্যতম নায়ক। পাকিস্তানের হয়ে চারটি টেস্ট খেলা পেসার মোহাম্মদ আলির কোয়ালিফায়ারের বোলিং পারফর্ম্যান্স, ৪–০–২৪–৫।
প্লে-অফ শেষ, ফাইনালের জন্যেও চিটাগং কিংসের স্কোয়াডে এখন পর্যন্ত নেই কোনো চমক। নতুন বিদেশি ক্রিকেটার আনার দৌড়ে একটু পিছিয়েই কিংসরা। তারা অবশ্য ভরসা রাখছে পুরানো কম্বিনেশনেই। তাই ফাইনালের পরিকল্পনা গ্রাহাম ক্লার্ক, খাজা নাফে, হোসাইন তালাত, বিনুরা ফার্নান্দোকে নিয়েই।