Image

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগেই টুর্নামেন্ট শেষ জেরাল্ড কোয়েটজির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগেই টুর্নামেন্ট শেষ জেরাল্ড কোয়েটজির

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগেই টুর্নামেন্ট শেষ জেরাল্ড কোয়েটজির

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগেই টুর্নামেন্ট শেষ জেরাল্ড কোয়েটজির

আনরিখ নরকিয়ার ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেয়া হয় আরেক পেসার জেরাল্ড কোয়েটজিকে। তবে এবার সেই কোয়েটজিই ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজ উভয়টি থেকেই। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। 

বুধবার প্রিটোরিয়ার সেন্টার অব এক্সিলেন্সে সকালে ১০ ওভার বোলিং করতে গিয়ে কুঁচকিতে ব্যথা অনুভব করেন কোয়েটজি। মেডিকেল বিভাগ পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছে তাঁর অবস্থা ভালো নয়। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে জানায়, 

"ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল বিভাগের বিশদ মূল্যায়নের পর জানা গেছে এই লক্ষ্মণ সামনের ৫০ ওভারের ম্যাচগুলোতে আরও বোলিংয়ের ফলে বড় ঝুঁকির কারণ হতে পারে।"

জেরাল্ড কোয়েটজির পরিবর্তে করবিন বশ ও লুথো সিপামলা ক্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যুক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। 

বুধবার সন্ধ্যায় স্কোয়াড লাহোরে যাবে দক্ষিণ আফ্রিকা। ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ক্রিদেশীয় সিরিজে খেলবে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।

ত্রিদেশীয় সিরিজের দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

টেম্বা বাভুমা (অধিনায়ক), ইথান বোশ, ম্যাথু ব্রিটজকে, জুনিয়র ডালা, উইয়ান মুল্ডার, মিহলালি পংওয়ানা, সেনুরান মুথুসামি, গিডন পিটার্স, মিকা এল প্রিন্স, জ্যাসন স্মিথ ও কাইলে ভেরেইনে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three