যেকারণে হোল্ডারকে না দিয়ে মুশফিককে বল করতে দেন মিরাজ
![যেকারণে হোল্ডারকে না দিয়ে মুশফিককে বল করতে দেন মিরাজ](https://cricket97.com/public/storage/upload/news/original/9d3be61d-fc79-42f6-bcba-4f060816bdfc.webp)
যেকারণে হোল্ডারকে না দিয়ে মুশফিককে বল করতে দেন মিরাজ
যেকারণে হোল্ডারকে না দিয়ে মুশফিককে বল করতে দেন মিরাজ
জয়ের জন্য চিটাগং কিংসের প্রয়োজন ৬ বলে ১৫ রান। এমন সময় শেষ ওভারে অভিজ্ঞ জেসন হোল্ডারকে না এনে তরুণ মুশফিক হাসানের উওর ভরসা রেখে বল তুলে দিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ভরসার প্রতিদান দিতে পারেননি মুশফিক, খুলনা ম্যাচ হেরেছে শেষ বলে। কিন্তু এরপর থেকেই শুরু সমালোচনা, কেনো হোল্ডার নয়? কেনো মুশফিক?
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দিলেন এই প্রশ্নের উত্তর, "হোল্ডার এর আগের ওভারে যে বোলিংটা করেছে ১৪ বলে ৩২ রান দরকার ছিল। সে একটা চার, একটা ছয় খেয়েছে। সেখানেই ম্যাচটা অনেকটা ছুটে গিয়েছি। অভিজ্ঞ বোলার যদি সেই মুহূর্তে এসে বোলাররা যদি ছয়-চার মেরে দেয় তাহলে তো কঠিন। হাসান বেশি ভালো বল করাতে শেষ ওভার পর্যন্ত ম্যাচ গিয়েছে। সেখানে যদি মুশফিককে দিতাম, ১২-১৩ দিয়ে দিতাম শেষ ওভারে আরও সোজা হয়ে যেত। মুশফিক আগের ২ ওভার খুবই ভালো করেছে। তাদের ভাইটাল ব্যাটার (নাফে) কেও মুশফিক আউট করে দিয়েছে।"
হাসান মাহমুদকে কেনো শেষ ওভার না করিয়ে ১৯তম ওভার করিয়েছে সেটাও পরিস্কার করেছেন মিরাজ, "হোল্ডার যদি ২টা বল যদি ভালো করত। ৬ আর ৪ যখন হয়ে গিয়েছে ১২ বলে লাগত ২২ রান। তখন কী করব? সেরা বোলারকে দিয়েই তো করাব। যদি রান লাগত ২৮-৩০, আমি মুশফিককে দিয়েই করাতাম। যদি বেশি মারত ১৫ রান থাকত, হাসান এসে ডিফেন্ড করত। অই ওভার যদি মুশফিককে দিতাম, বেশি রান দিয়ে ফেললে ৬-৭ রান দরকার থাকত। আমার কাছে আর অপশন ছিল না হাসান ছাড়া।"
শেষ ওভারে স্পিনারকে নিয়ে কেনো বল করাননি এই প্রসঙ্গে মিরাজ বলেন, "শেষ ওভারে আপনি কীভাবে পেস বোলার আছে। হোল্ডার আছে মুশফিক আছে। স্পিনার দেওয়া তো যৌক্তিক না। স্পিনার হলে অনেক সময় হয়ে যেতে পারে। পেস বোলিংই বেস্ট অপশন আমাদের জন্য।"
শেষ বলের পরিকল্পনা নিয়ে মুশফিকের সাথে কি কথা হয়েছিলো তা জানিয়ে মিরাজ বলেন, "ওকে আমি বারবার বলতেসিলাম তুমি কী চাচ্ছো। এখানে বোলারের প্রায়োরিটি গুরুত্বপূর্ণ। তুমি যেটা চাচ্ছো সেটার উপর প্ল্যান। সে বললো ইয়র্কার করব। সে বললো স্টাম্পেই ইয়র্কার করবে। ঠিকাছে স্টাম্পেই ইয়র্কার করার চেষ্টা করো। আমি ওর দোষ দিচ্ছি না। সে এমন পরিস্থিতিতে প্রথম খেলছে। চোটে ছিল। শুধু শেষ ওভারেই এমন পরিস্থিতি। অনেক দিন পর এসে খেলেছে। আমার মনে হয় হোল্ডারের দুই বল অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি ওর কাছ থেকে এটা আশা করি না। সে তো অনেক অভিজ্ঞ অনেক জায়গায় ম্যাচ খেলেছে। এক চার এক ছয়ে ম্যাচ ছুটে গেছে সেখানেই।"