Image

বিপিএল ফাইনাল: জিমি নিশাম, মোহাম্মদ নবীকে নিয়ে যে সমস্যায় বরিশাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ফাইনাল: জিমি নিশাম, মোহাম্মদ নবীকে নিয়ে যে সমস্যায় বরিশাল

বিপিএল ফাইনাল: জিমি নিশাম, মোহাম্মদ নবীকে নিয়ে যে সমস্যায় বরিশাল

বিপিএল ফাইনাল: জিমি নিশাম, মোহাম্মদ নবীকে নিয়ে যে সমস্যায় বরিশাল

টানা দুই শিরোপা জয়ে চোখ রাখছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে আসা বরিশাল শিরোপার মঞ্চেও পাচ্ছে একই প্রতিপক্ষকে। কেবল ফাইনাল মাতাতে উড়ে এলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। সেরা একাদশে নিশামকে জায়গা দিতে হলে বাইরে রাখতে হবে মোহাম্মদ নবীকে। বাকি বিদেশিদের পারফর্ম্যান্স দেখলে নবীর বাদ পড়ার সম্ভাবনাই বেশি।

কেবল বিপিএল ফাইনাল খেলতেই বাংলাদেশে এসেছেন জিমি নিশাম। টুর্নামেন্টের শুরুতে খেলে যাওয়া কাইল মায়ের্স ফরচুন বরিশালে ফিরে আসেন প্লে-অফের আগেই। শুরু থেকেই বিপিএলে থাকা ডেভিড মালান ফাইনালের মতো বিগ ম্যাচে হতে পারেন বরিশালের অন্যতম নায়ক। পাকিস্তানের হয়ে চারটি টেস্ট খেলা পেসার মোহাম্মদ আলির কোয়ালিফায়ারের বোলিং পারফর্ম্যান্স, ৪–০–২৪–৫। 

এই চার জনকে নিয়ে যদি ফরচুন বরিশাল ফাইনালের সেরা একাদশ সাজায় তাহলে বাদ পড়বেন মোহাম্মদ নবী। এবারের বিপিএলে বরিশালের জার্সিতে ১০ ম্যাচ খেলা নবীর পারফর্ম্যান্সও অবশ্য চোখে পড়ার মতো না। ১০ ম্যাচের মধ্যে নবী ব্যাট হাতে রান পেয়েছেন মোটে ৬৩। বোলিংয়ে শিকার করেন ৮ উইকেট। 

পেস বোলিং অলরাউন্ডার নিশামকে তাই বরিশাল একাদশে যুক্ত করবে স্পিন অলরাউন্ডার নবীর জায়গায়। এই বিপিএলে নবীর নিষ্প্রভ পারফর্ম্যান্সই হবে তার বাদ পড়ার কারণ। তবে এসএ টি-টোয়েন্টির আসর ব্যাট হাতে খুব ভালো যায়নি নিশামের। পাননি কোন ফিফটি। তবে বোলিংয়ে ৭ উইকেট নিয়ে রেখেছেন অবদান।

গত মৌসুমে বিপিএল রংপুরের হয়ে খেলেছেন নিশাম। মিরপুরে ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংসও আছে তার। সেই তাকেই এবার ফাইনালের জন্য উড়িয়ে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগের বার রংপুরের হয়ে বিপিএল অভিষেক মাচেই নিশাম ২৬ বলে ৫ চার, ৩ ছক্কায় করেন ৫১। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three