Image

শেষ বেলায় দ্রুত উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শেষ বেলায় দ্রুত উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলাদেশ

শেষ বেলায় দ্রুত উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলাদেশ

শেষ বেলায় দ্রুত উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলাদেশ

সকালে দারুণ শুরু, বিকালে হতাশা। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা যতটা আনন্দে শুরু করেছিল বাংলাদেশ; শেষটা হয়েছে ততোই অস্বস্তিতে। শেষ বেলায় দ্রুত উইকেট হারিয়ে এখন চাপে বাংলাদেশ। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে শেষ করল দ্বিতীয় দিনের খেলা। 

নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের চেয়ে এখন ৬৪ রানে এগিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল, হাতে বাকি ৩ উইকেট। তবে দিনের শেষটা আরও সুন্দর হতে পারতো স্বাগতিকদের; মুশফিকুর রহিমের রান আউটই টাইগারদের শেষ বিকালের হতাশা।

ক্রিজে মেহেদী হাসান মিরাজ অপরাজিত আছেন ১৬ রান নিয়ে। নাইম হাসানের বিদায়ের পর মিরাজের সঙ্গী হন তাইজুল ইসলাম। আগামীকাল নতুন সকালে তাইজুলকে সঙ্গে নিয়ে মিরাজ চাইবেন লিড বাড়িয়ে নিতে। 

৫৯ বলে ৪০ রান করা মুশফিক এদিন অহেতুক রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এর আগে টিকলেন না জাকের আলি অনিকও। ১৩ বলে ৫ রান করে বোলারের হাতে ফিরতি ক্যাচ দেন এই উইকেটকিপার ব্যাটার। শান্ত, জাকেরের উইকেট নিয়েই এদিন ক্ষান্ত হননি ভিনসেন্ট মাসেকেসা। 

নাঈম হাসানের প্রতিরোধও ভাঙলেন মাসেকেসা। এর আগে নাজমুল হোসেন শান্তকে শিকার করে টেস্টে মাসেকেসার প্রথম উইকেট। নিজের প্রথম উইকেট শিকারের পর দ্বিতীয়টির জন্যও খুব বেশি অপেক্ষা করতে হয়নি লেগ স্পিনার মাসেকেসাকে। জাকেরকে বানান ফিরতি ক্যাচ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three