Image

সাদমানের ফিফটি, এনামুল বিজয়ও একই পথে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাদমানের ফিফটি, এনামুল বিজয়ও একই পথে

সাদমানের ফিফটি, এনামুল বিজয়ও একই পথে

সাদমানের ফিফটি, এনামুল বিজয়ও একই পথে

চট্টগ্রাম টেস্টে এনামুল হক বিজয় আর সাদমান ইসলামের উদ্বোধনী জুটি পথ দেখাচ্ছে বাংলাদেশকে। টেস্টে ১২ ইনিংস পর পঞ্চাশ পেরোনো ওপেনিং জুটি দেখল বাংলাদেশ, ছাড়িয়ে গেল শতরানও। দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন সাদমান ইসলাম, একই পথে আরেক ওপেনার বিজয়ও। প্রায় তিন বছর পর টেস্ট খেলতে নেমে দায়িত্বশীল ব‍্যাটিং করে যাচ্ছেন এনামুল হক বিজয়। 

এই ম্যাচের আগে টেস্টে ওপেনিংয়ে সর্বশেষ ১২ ইনিংসে কোনো পঞ্চাশোর্ধ্ব রানের জুটি পায়নি বাংলাদেশ। সাদমান ইসলাম–মাহমুদুল হাসান জয় ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকায় দলে ডাকা হয় এনামুল বিজয়কে। আর তাতেই যেন মিলল স্বস্তি। বিজয়-সাদমানের নতুন ওপেনিং জুটিই চট্টগ্রামে কাটিয়ে গেল প্রায় এক সেশন। ২৬ ওভারে তারা রান তুলেছে ১০৫। 

জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে বাংলাদেশ প্রথম প্রথম ইনিংসে এখন পর্যন্ত সংগ্রহ করেছে ১০৫ রান, আরও ১২২ রানে পিছিয়ে থাকলেও হাতে বাকি ১০ উইকেট। টেস্ট ক্যারিয়ারকে ফের পুনর্জন্ম দেওয়ার সুযোগ পেয়ে সেশন শেষ হওয়ার আগে বিজয় ৬৫ বল খেলে করেন ৩৮ রান। তার সঙ্গী সাদমান ইসলাম ক্রিজে ৬৬ রান নিয়ে। পরিসংখ্যান বলছে, ২০২২ সালের পর এই প্রথম উদ্বোধনী জুটিতে ১০০ পেরিয়েছে বাংলাদেশ। ৩৩ ইনিংসের মধ‍্যে উদ্বোধনী জুটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সকালে জিম্বাবুয়ে আটকে গেছে ২২৭ রানে, আজ তারা কেবল এক বল খেলতেই অলআউট। আগের দিন পাঁচ উইকেট নেওয়া তাইজুল ৬০ রানে পেয়েছেন ৬ উইকেট। এরপর ব্যাটিংয়ে নেমে ৭৮ বলে টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি পূর্ণ করেন সাদমান ইসলাম।

৩২ বছর বয়সী এনামুল হক বিজয় এই ম্যাচের আগে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের জুনে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। লম্বা সময় পর সুযোগটা পেয়েই কাজে লাগাতে মরিয়া। ঢাকা প্রিমিয়ার লিগে রান বন্যা বইয়ে দেওয়া বিজয় জিম্বাবুয়ের বিপক্ষেও দুর্দান্ত। দারুণ ব্যাটিংয়ে আছেন ফিফটির খুব কাছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three