Image

সেঞ্চুরি পেয়ে খুশি হলেও আক্ষেপ আছে সাদমানের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সেঞ্চুরি পেয়ে খুশি হলেও আক্ষেপ আছে সাদমানের

সেঞ্চুরি পেয়ে খুশি হলেও আক্ষেপ আছে সাদমানের

সেঞ্চুরি পেয়ে খুশি হলেও আক্ষেপ আছে সাদমানের

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা স্বপ্নের মত শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ বিকেলে হঠাৎ ছন্দপতনে সেই শুরুটা আর ধরে রাখতে পারেনি টাইগাররা। দিনের খেলা শেষ হয়েছে বাংলাদেশের ৭ উইকেটে ২৯১ রানে। অর্থাৎ ৬৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ। তবে আজ সেঞ্চুরি পাওয়া সাদমান ইসলামের মতে বাংলাদেশের লিড আরো বেশি হতে পারতো।

সাদমান এই প্রসঙ্গে বলেন সংবাদ সম্মেলনে বলেন, "আমরা ভালো অবস্থায় ছিলাম। আমার কাছে মনে হয়, ৩টা উইকেট বেশি হয়ে গেছে। আমরা যদি ওই উইকেটগুলো না হারাতাম, ১০০–এর বেশি লিডে থাকতাম। আমরা একটা ভালো অবস্থানে ছিলাম, কিন্তু ওখান থেকে হয়তো আমরা একটু পিছিয়ে আছি।"

ব্যাটিংয়ে তার মানসিকতা নিয়ে সাদমান বলেন, "এমন কোনো (ইনটেন্ট) নিয়ে ব্যাটিং করি না। অবশ্যই সুযোগ এলে বাউন্ডারি মারার চেষ্টা করি। কখন কীভাবে খেলতে হয়, মাঠে বল যে রকম আসে, মেরিট অনুযায়ী খেলি।"

অনেকদিন পর ফিরে সাদমানের সঙ্গে ওপেনিংয়ে নেমে এনামুল হক বিজয়ও শুরুটা ভালো করেছিলেন। তাদের ব্যাটে ভর করে দীর্ঘদিন পর ওপেনিং জুটিতে শতরানের দেখা পায় বাংলাদেশ। এনামুল ফিরে যান ৩৯ রান করে, তবে তার ইনিংসে খুশি সাদমান।

"উনি অনেক অভিজ্ঞ, সিনিয়র খেলোয়াড়। আমরা তো দেখেছি উনি সব সময়ই রান করে থাকেন। আজকে যে রকম শুরু করেছিলেন, খুব ভালো অবস্থায় ছিলেন, ভালো করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গেছেন।"

এখন বাংলাদেশের ভরসা নিচের সারির ব্যাটারদের ওপর। সাদমানের আশা, এখান থেকে লিড আরও বাড়ানো সম্ভব। "আমাদের মিরাজ আর তাইজুল ভাই আছে, অবশ্যই যদি ওরা ভালো একটা জুটি গড়ে, আরও ১০০-এর বেশি রান আসে, আমাদের জন্য ভালো। আশা করি, ভালো জুটি হলে আমরা খুব এগিয়ে থাকব।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three