সুপার ফোরে বাংলাদেশ নয়, আফগানিস্তান-শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন হার্শা
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সুপার ফোরে বাংলাদেশ নয়, আফগানিস্তান-শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন হার্শা
সুপার ফোরে বাংলাদেশ নয়, আফগানিস্তান-শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন হার্শা
আর মাত্র কয়েক ঘন্টা পরই পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসরের। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই রোমাঞ্চকর লড়াই। এবারের আসরকে ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। টুর্নামেন্ট শুরুর আগেই গ্রুপ পর্বের সম্ভাবনা, শক্তি, দুর্বলতা ও দলগুলোর পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন খ্যাতনামা ক্রিকেট বিশ্লেষকরা। কারা জায়গা করে নেবে সুপার ফোরে, কে হতে পারে সম্ভাব্য তারকা এসব নিয়েই চলছে নানা আলোচনা।
তাদেরই একজন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি মনে করছেন এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপটি হবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। হার্শার বিশ্লেষণে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ দল গড়েছে। ব্যাটিং-বোলিংয়ের সমন্বয়, অভিজ্ঞতা ও ফর্মের দিক থেকে এগিয়ে থাকায় এই দুই দলকেই তিনি সুপার ফোরের দৌড়ে সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখছেন।
হার্শার মতে, ‘বি’ গ্রুপে ফেভারিট হিসেবেই খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সে কারণেই তিনি এই দুই দলকে সুপার ফোরে দেখছেন। তবে বাংলাদেশের জন্য এই গ্রুপকে কঠিন বলে মনে করেন এই বিশ্লেষক।
হার্শা আরও বলেন, বাংলাদেশ এমন এক গ্রুপে পড়েছে, যেখানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান শক্তিশালীয় দল নিয়ে এসেছে। বিশেষ করে লঙ্কানদের ব্যাটিং লাইনআপের বেশ প্রশংসা করেছেন তিনি। তাছাড়া লঙ্কানদের পেস ও স্পিন বোলিংও বেশ শক্তিশালী বলে মনে করেন তিনি।
অন্যদিকে আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের স্পিন আক্রমণ। রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রহমান ও গাজানফারকে বিশ্বের সেরা স্পিনারদের কাতারেই রেখেছেন হার্শা ভোগলে। তার মতে, এই চারজনের যেকোনো একজনই আলাদাভাবে বিশ্বমানের স্পিনার হওয়ার সামর্থ্য রাখে।
তিনি আরও যোগ করেন, “আমি শ্রীলঙ্কাকে এই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে সমর্থন করছি, আফগানিস্তানও। আমার কাছে মনে হচ্ছে, ‘বি’ গ্রুপে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ফেভারিট হিসেবে শুরু করছে। তবে যেমনটা বলেছি, এটা বাংলাদেশের জন্য একটি বড় টুর্নামেন্ট।”