Image

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 4 মিনিট আগে
বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে পুরো সিরিজের ভেন্যু।

সফরের শুরুতেই ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে ডাচরা। এরপর ২৭, ২৮ ও ২৯ আগস্ট তারা সিলেটে অনুশীলনে অংশ নেবে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। একদিন বিশ্রাম ও প্রস্তুতির পর ১ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ২ সেপ্টেম্বর আবার বিরতি শেষে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। শেষ ম্যাচের পরদিন, ৪ সেপ্টেম্বর, দেশে ফিরে যাবে সফরকারী নেদারল্যান্ডস দল।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সফরের পূর্ণাঙ্গ সূচি:

৩০ আগস্ট – ১ম টি-টোয়েন্টি
১ সেপ্টেম্বর – ২য় টি-টোয়েন্টি
৩ সেপ্টেম্বর – ৩য় টি-টোয়েন্টি

Details Bottom
Details ad One
Details Two
Details Three