৯৭ রানে অপরাজিত থেকে কোলকাতাকে ৮ উইকেটে জেতালেন ডি কক
-
1
ইন্দোরে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে হয়রানি, গ্রেপ্তার অভিযুক্ত
-
2
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
3
ওয়ানডেতে সাঙ্গাকারাকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি
-
4
রেকর্ডে ভরা সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ স্পিনের রাজত্ব
-
5
বিগ ব্যাশে পাকিস্তানের অংশগ্রহণে অনুমতি, বিপিএলের দরজাও কি খুলছে
৯৭ রানে অপরাজিত থেকে কোলকাতাকে ৮ উইকেটে জেতালেন ডি কক
৯৭ রানে অপরাজিত থেকে কোলকাতাকে ৮ উইকেটে জেতালেন ডি কক
আইপিএলের উদ্বোধনী ম্যাচে হারের পর জয়ে ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্স। গৌহাটির মাঠে রাজস্থান রয়্যালসকে যেন কোনপ্রকার পাত্তাই দেয়নি কেকেআর। বল হাতে মইন আলি, বরুণ চক্রবর্তীর স্পিন ক্যারিশমার পর ৯৭ রানের অপরাজিত ইনিংসে দলকে ৮ উইকেটে জিতিয়ে আসেন কুইন্টন ডি কক। অলরাউন্ডার আন্দ্রে রাসেল একাদশে থাকলেও তাকে ম্যাচে ব্যাট-বল হাতে কিছুই করতে হয়নি।
সুনীল নারাইনের অনুপস্থিতিতেও কেকেআরের স্পিনাররা দুর্দান্ত কাজ করে। ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের বেশি করতে পারেনি রাজস্থান রয়্যালস। এরপর কুইন্টন ডি কক ৬১ বলে ৮টি চার এবং ছয়টি ছক্কার সাহায্যে অপরাজিত ৯৭ রান করে কোলকাতাকে ১৭.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে দেন। স্পিনারদের ঘূর্ণির পর ডি কক ঝড়ে প্রথম জয় কোলকাতার।
টসে হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ৯ উইকেটে রান পায় মোটে ১৫১। টার্গেট টপকাতে নেমে ১৫ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নাইট রাইডার্স। ওপেন করতে নেমে বেশ সমস্যায় পড়েন মইন আলি। ১২ বলে মাত্র ৫ রান করে আউট হয়ে যান তিনি। তবে উইকেটের অপর প্রান্ত সামলে রাখেন কুইন্টন ডি কক।
ডি কক এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। শেষ পর্যন্ত ৬১ বলে ৯৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন এই নাইট ওপেনার। তবে এদিনও রান পাননি অধিনায়ক আজিঙ্কা রাহানে। মইন আলির বিদায়ের পর ৩ নম্বরে নেমে মাত্র ১৮ রান করতেই আউট হন কেকেআর ক্যাপ্টেন। এরপর ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে ১৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন অঙ্গকৃষ রঘুবংশী। ১৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত নাইট রাইডার্সের।
এর আগে সুনীল নারাইনের জায়গায় আচমকা দলে ঢুকে ৪ ওভারে ২৩ রান ২ উইকেট শিকার করেন মইন আলি। তবে কোলকাতার বোলারদের মধ্যে সফলতম বরুণ, ১৭ রান খরচায় ২ উইকেট নিলেন। বৈভব অরোরা, হারশিত রানার শিকারও দু'টি করে উইকেট।
