আজকেই নিশ্চিত হলো না সিরিজ জয়, বাড়লো টাইগারদের অপেক্ষা

আজকেই নিশ্চিত হলো না সিরিজ জয়, বাড়লো টাইগারদের অপেক্ষা
আজকেই নিশ্চিত হলো না সিরিজ জয়, বাড়লো টাইগারদের অপেক্ষা
৩ জয়ের পর অবশেষে হার দেখল বাংলাদেশ 'এ' দল। পঞ্চম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা রান করতে পারে ১৯৬। টার্গেট টপকাতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত ২৭ রানে ম্যাচ হারতে হলো বাংলাদেশকে। ফলে সিরিজ জয়ের অপেক্ষা বাড়লো।
১৯৭ রানের টার্গেট টপকাতে নেমে ১৬৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। আর তাতে স্বাগতিকরা পেল ২৭ রানের স্বস্তির জয়। পঞ্চম ওয়ানডেতে ২০ রানে হারলেও ছয় ম্যাচের সিরিজে বাংলাদেশের যুবারা ৩-২ ব্যবধানে এগিয়ে। ফলে সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশ জিতলে নিশ্চিত হবে ট্রফি।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার আজ অবশ্য পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। ১১ বল খেলে জাওয়াদ এদিন করতে পারেন কেবল ৭ রান। ব্যর্থতার বৃত্তে থাকা কালাম সিদ্দীকি এদিনও ফিরে গেছেন দ্রুত, ৮ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি।
অধিনায়ক আজিজুল হাকিম তামিমও ইনিংস বড় করার আগেই ফিরলেন প্যাভিলিয়নে। ব্যক্তিগত ৪ রানে তামিম ফিরলে দলীয় ১৭ রানে ৩য় উইকেট হারায় বাংলাদেশ। টপ অর্ডারের এই বিপর্যয় সামলে দেওয়ার চেষ্টা চালান রিজান হোসেন। তবে দলের সংগ্রহ যখন পঞ্চাশ ছাড়িয়ে ৫১'তে, ২৫ রানে থাকা রিজান ক্যাচ তুলে দিলে বিপদ আরও বাড়ে বাংলাদেশের।
এরপর মোহাম্মদ আবদুল্লাহর সঙ্গী হন দেবাশীষ দেবা। ধীরগতির ব্যাটিংয়ে দু'জনেই এগিয়ে যেতে থাকেন। ৩২ রান করে আবদুল্লাহ ফিরলে দেবাশীষও উইকেটে থাকতে পারেননি বেশি সময়। কুগাদাস মাথুলানের ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে রান করতে পারেন ২৪। কিপার ব্যাটার ফরিদ হাসানকে নিয়ে এরপর লড়াই জমান সামিউন বাসির রাতুল।
মাত্র ২৬ বল খেলে ৩৭ রান করা সামিউনের বিদায়ের পর ফরিদ হাসান ৩০ রান করলেও দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে ১৬৯ রান করতে পারে বাংলাদেশের যুবারা।