পাপন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ

পাপন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ
পাপন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (৫ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আখতার হোসেন।
দুদক সূত্র জানায়, নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ‘দুর্নীতি দমন কমিশন আইন’-এর আওতায় ২০ কোটি ৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে আরও একটি অভিযোগ আনা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ২০টি ব্যাংক হিসাব ব্যবহার করে ৭৪২ কোটি ৭৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
অন্যদিকে, রোকসানা হাসানের বিরুদ্ধেও দুটি অভিযোগ এনেছে দুদক। তার বিরুদ্ধে ১২ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১টি ব্যাংক হিসাব ব্যবহার করে ৪৯ কোটি ৩২ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়াও, সাবেক বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও পৃথক একটি মামলা দায়ের করেছে দুদক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং সমপরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন।
এর আগে ১৬ মার্চ ঢাকার একটি আদালত পাপন, তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের মোট ২৭টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন দুর্নীতির অভিযোগে।