পাকিস্তান ও ইউএই সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

পাকিস্তান ও ইউএই সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
পাকিস্তান ও ইউএই সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে খেলে আগামী ২১ মে পাকিস্তানে যাবে টাইগারারা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে তারা। আসন্ন পাকিস্তান ও ইউএই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বিসিবি।
আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন।
জাতীয় দলের নির্বাচকরা উভয় সিরিজের জন্য একই স্কোয়াড ঘোষণা করেছে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন অধিনায়ক হলেন লিটন। আর সহ-অধিনায়ক হিসেবে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
ইনজুরির কারণে তাসকিন আহমেদ ডাক পাননি স্কোয়াডে। নেই মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ।
প্রস্তুতির অংশ হিসেবে শারজাহতে খেলবে বাংলাদেশ। এই সিরিজের পরপরই পাকিস্তানের মাটিতে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।