Image

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত, ৪ শহরে ৩ ফরম্যাটের ৮ ম্যাচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত, ৪ শহরে ৩ ফরম্যাটের ৮ ম্যাচ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত, ৪ শহরে ৩ ফরম্যাটের ৮ ম্যাচ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত, ৪ শহরে ৩ ফরম্যাটের ৮ ম্যাচ

২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলতে জুনের শেষভাগে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। ৩ ফরম্যাটের এই সিরিজের সূচি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। গল, কলম্বো, ক্যান্ডি, ডাম্বুলাতে হবে ৩ ফরম্যাটের মোট ৮ টি ম্যাচ। 

৩ ফরম্যাটের ম্যাচ খেলতে ১৩ জুন শ্রীলঙ্কা পৌঁছাবে বাংলাদেশ দল। ১৭ জুন গলে ১ম টেস্ট, ২য় ও শেষ টেস্ট হবে কলম্বোতে। 

কলম্বোতে ২ ও ৫ জুলাই শুরুর দুই ওয়ানডে খেলে ৮ জুলাই পাল্লেকেলেতে শেষ ওয়ানডে খেলবে টাইগাররা। একই ভেন্যুতে হবে ১ম টি-টোয়েন্টি, ১০ জুলাই। ডাম্বুলাতে ১৩ জুলাই মাঠে গড়াবে ২য় টি-টোয়েন্টি, ১৬ জুলাই কলম্বোতে শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে। 

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি- 

১ম টেস্ট- ১৭-২১ জুন, গল 
২য় টেস্ট- ২৫-২৯ জুন, কলম্বো

১ম ওয়ানডে- ২ জুলাই, কলম্বো
২য় ওয়ানডে- ৫ জুলাই, কলম্বো
৩য় ওয়ানডে- ৮ জুলাই, পাল্লেকেলে 

১ম টি-টোয়েন্টি- ১০ জুলাই, পাল্লেকেলে 
২য় টি-টোয়েন্টি- ১৩ জুলাই, ডাম্বুলা 
৩য় টি-টোয়েন্টি- ১৬ জুলাই, কলম্বো। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three