Image

শুধু খেলার জন্যই খেলা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শুধু খেলার জন্যই খেলা

শুধু খেলার জন্যই খেলা

শুধু খেলার জন্যই খেলা

টানা দুই হারের ফলে পাকিস্তানকে সাথে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সেমির রেস থেকে ছিটকে পড়ায় গুরুত্ব হারিয়ে ফেলল টুর্নামেন্টে টাইগারদের বাকি থাকা পাকিস্তান ম্যাচ। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও মানছেন বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে আজকের শেষ ম্যাচ। 

নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়াতে কোন সমীকরণ ছাড়াই বাদ পড়ল বাংলাদেশ ও পাকিস্তান। ফলে 'এ' গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট পেল নিউজিল্যান্ড ও ভারত। আজকের পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ দু'দলের কাছেই কেবল নিয়মরক্ষার। সেমিফাইনালে যাওয়া না হলেও পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়ক, সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের চোখে পাকিস্তান ম্যাচটিই অনেক 'গুরুত্বপূর্ণ'। ভালো খেলে আত্মবিশ্বাস বাড়িয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তারা দেশে ফিরতে চান, 'এই টুর্নামেন্টে পাকিস্তান তারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। আমরাও পারিনি। তবে কেউই চাবে না হালকাভাবে ক্রিকেট খেলবে। দুই দলই ভালো। দুই দলই চাইবে নিজেদের পুরোটা দিয়ে চেষ্টা করবে ভালো করার।'  

Details Bottom
Details ad One
Details Two
Details Three