Image

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম ইকবাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম ইকবাল

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম ইকবাল

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম ইকবাল

তামিম ইকবালের শারীরিক অবস্থা উন্নতির দিকে। হাসপাতাল থেকে আজ বাসায় ফিরেছেন তামিম। হাসপাতালের সিদ্ধান্তেই তাঁকে নিজ বাসায় নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুতই তামিমকে দেশের বাইরে নেওয়া হতে পারে।

গত সোমবার বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে হার্ট অ্যাটাক হয় তামিমের। মাঠের নিকটতম কেপিজে হাসপাতালে তাঁর হার্টে রিং পরানো হয়। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই হাসপাতাল বদলানো হয়। কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে দুই দিন চিকিৎসার পর আজ শুক্রবার দুপুরে বাসায় ফিরেছেন তামিম। গেল কয়েকদিন তামিমর খোঁজখবর নিতে সাভারের কেপিজে ও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। 

 এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে আরও তিন মাসের মতো সময় লাগবে তামিমের। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে তামিম ইকবালকে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three