২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স
বাংলাদেশের ক্রিকেটে সাথে এখনই শেষ হচ্ছে না ফিল সিমন্স অধ্যায়। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সিমন্সের সঙ্গে চুক্তি করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৭ সালের অক্টোবর–নভম্বরে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। সামনের এই বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন হেড কোচ ফিল সিমন্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে চুক্তি নবায়নের কথা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল ব্যর্থ হলেও হেড কোচ ফিল সিমন্সের কাজে খুশি ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ফিল সিমন্সের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিল। প্রথম দফার চুক্তি শেষ হয়ে গেলেও মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আগামী আড়াই বছরের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব পেলেন এই ক্যারিবীয় কোচ। আগের মেয়াদের শেষ থেকে আবার হয়েছে সিমন্সের নতুন শুরু। চন্ডিকা হাথুরুসিংহেকে বিদায় করার পর ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার সিমন্সকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ছয় মাসের জন্য জাতীয় দলের কোচ নিয়োগ দিয়েছিল বিসিবি। সে দায়িত্ব শেষ হলেও এবার দীর্ঘ মেয়াদেই বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন।
চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত সিমন্স বিসিবির পাঠানো বিবৃতিতে বলেছেন, ‘লম্বা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলে প্রতিভা আছে, তা অস্বীকার করার উপায় নেই। আমি বিশ্বাস করি, একসঙ্গে আমাদের দারুণ কিছু অর্জন করার সম্ভাবনা আছে। আমি এই যাত্রার দিকে তাকিয়ে আছি। ইতিমধ্যে আমি অসাধারণ কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করেছি। আমি দলের মধ্যে দারুণ সম্ভাবনা দেখি। তাদের স্কিল ও প্যাশন আমাকে প্রতিদিনই অনুপ্রাণিত করে। একসঙ্গে মিলে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাব এবং বিশেষ কিছু করব।’
‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আমার গত কয়েক মাসের যাত্রা সত্যিই ফলপ্রসূ ছিল। দলের মধ্যে যে শক্তি, প্রতিশ্রুতি ও সক্ষমতা আছে, তা মুগ্ধ করার মতো। আমি এই খেলোয়াড়দের তাদের পুরো সক্ষমতা ব্যবহার করতে সাহায্যের জন্য উন্মুখ হয়ে আছি।’