হার্দিকের ব্যাটে দুর্দান্ত ছন্দ, ধোনির অনন্য রেকর্ডে নাম লেখালেন অলরাউন্ডার
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 3 মিনিট আগে-
1
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের চাহিদার কারণ জানালেন টেইট
-
2
শামীম ইস্যুতে উত্তেজনার পর সব স্বাভাবিক, নেতৃত্ব নিয়ে স্পষ্ট লিটন
-
3
তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সিরিজ জয়
-
4
আয়ারল্যান্ডকে ১১৭ রানে বেঁধে রাখলো বাংলাদেশ, লক্ষ্য ১১৮ রানের
-
5
তামিম-সাইফদের পাওয়ার প্লে তেই এ্যাটার্ক করতে বলেছিলেন লিটন
হার্দিকের ব্যাটে দুর্দান্ত ছন্দ, ধোনির অনন্য রেকর্ডে নাম লেখালেন অলরাউন্ডার
হার্দিকের ব্যাটে দুর্দান্ত ছন্দ, ধোনির অনন্য রেকর্ডে নাম লেখালেন অলরাউন্ডার
বারোদার হয়ে সাইয়েদ মোশতাক আলি ট্রফি (এসএমএটি) খেলতে নেমে দুর্দান্ত ফর্মে আছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে ধারাবাহিক আগ্রাসী ব্যাটিংয়ের ধারাবাহিকতায় সর্বশেষ পাঞ্জাবের বিপক্ষে এলিট গ্রুপ সি ম্যাচে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। ৪২ বলে সাজানো ওই ঝড়ো ইনিংসে ছিল চারটি ছক্কা, যা বারোদাকে এনে দেয় রোমাঞ্চকর সাত উইকেটের জয়।
ইনিংসের প্রথম ছক্কাটিই হার্দিককে পৌঁছে দেয় বিশেষ এক মাইলফলকে। টি টোয়েন্টি ক্রিকেটে শতক ছাড়াই ৩০০ বা তার বেশি ছক্কার মালিক হওয়া দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখালেন তিনি। এর আগে এই রেকর্ডে একাই ছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হার্দিকের টি.টোয়েন্টি ক্যারিয়ারের সেরা স্কোর এখনো ৯১। ৩০৯ ম্যাচ ও ২৬৮ ইনিংসে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৩০৩।
অন্যদিকে ধোনি ৩৫৫ ইনিংসে কোনো শতক ছাড়াই জমা করেছেন ৩৫০ ছক্কা। আইপিএল ২০২৬।এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নামলে এই সংখ্যা বাড়ানোর সুযোগ থাকবে তার সামনে।
দীর্ঘদিনের চোট সমস্যা কাটিয়ে হার্দিক এখন প্রায় পূর্ণ ফিটনেসে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি।টোয়েন্টি সিরিজে ভারত দলে তার ফেরার সম্ভাবনাও উজ্জ্বল বলে জানা গেছে।
