ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের চাহিদার কারণ জানালেন টেইট

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের চাহিদার কারণ জানালেন টেইট

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের চাহিদার কারণ জানালেন টেইট

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের চাহিদার কারণ জানালেন টেইট

বাংলাদেশ ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের আগমন ধুমকেতুর মতো। পাকিস্তানের বিপক্ষে শহিদ আফ্রিদিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু। এরপর ভারতের বিপক্ষে কাটারের ধার দেখিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন বিশ্বের সেরা ব্যাটারদের। টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে একাই ভেঙে দেন রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে গড়া ভারতীয় ব্যাটিং লাইনআপ। মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা হয়ে সিরিজ হারতে হয় মাহেন্দ্র সিং ধোনির দলকে।

সেই সিরিজের পরই শুরু হয় আইপিএলে মুস্তাফিজ অধ্যায়। প্রথমবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নেমেই আলোড়ন তোলেন এই বাঁহাতি পেসার। কাটারের নিপুণতায় ব্যাটারদের সমস্যায় ফেলে জিতেছিলেন উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।

আইপিএলে এরপর খেলেছেন আরও চার দলের হয়ে। ২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত ৬০ ম্যাচে তার উইকেটসংখ্যা ৬৫, ইকোনমি ৮.১৩। লঙ্কা প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগেও ধারাবাহিকভাবে খেলেছেন তিনি।

তবে চলমান আয়ারল্যান্ড সিরিজে এখনও পর্যন্ত উইকেটশূন্য রয়ে গেছেন মুস্তাফিজ। ইকোনমিও ৭.৭৫। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেস বোলিং কোচ শন টেইট জানান, মুস্তাফিজকে নিয়ে তার কোনো দুশ্চিন্তা নেই।

টেইট বলেন, ‘মুস্তাফিজ অভিজ্ঞতায় পরিপূর্ণ। সবকিছু তার অসাধারণ। সে জানে তার শক্তির জায়গা। গোটা বিশ্বজুড়ে খেলেছে। সে উচ্চমানের স্ট্যান্ডার্ড তৈরি করেছে। সব সময় ভালো পারফর্ম করে আসছে ও সেরা খেলোয়াড়রা এমনটাই করে থাকে। আইপিএল থেকে শুরু করে সবখানে তাকে চায়। কারণ, সে বিশ্বমানের ক্রিকেটার।’

তিনি বিশ্বাস করেন, অভিজ্ঞ এই পেসার খুব দ্রুত ছন্দে ফিরে আসবেন।

মুস্তাফিজের পাশাপাশি তাসকিন আহমেদ নিয়েও সন্তুষ্ট টেইট। অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়া এই পেসার বর্তমানে দুবাইয়ে টি টেন লিগ খেলছেন। নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি কিছুটা বেশি হলেও টেইট মনে করেন, তাসকিনের পেশাদারি মনোভাব এবং নেতৃত্বগুণ বাংলাদেশ দলের জন্য বড় সম্পদ।

তাসকিন প্রসঙ্গে টাইগার এই কোচ বলেন, ‘তাসকিনকে টি-টেনে খেলতে দেখেছি। তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সিনিয়র ক্রিকেটার, ভালো নেতা। তার সঙ্গে নিয়মিত কথা হচ্ছে।’

বাংলাদেশের ব্যস্ত সূচি শুরু হচ্ছে আয়ারল্যান্ড সিরিজ শেষেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে বিপিএল। জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এরপর ফেব্রুয়ারিতে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। ধারাবাহিক ক্রিকেটে চোটের ঝুঁকি থাকলেও টেইট তা নিয়ে উদ্বিগ্ন নন।

টাইগার এই কোচের ভাষ্য, ‘চোটের শঙ্কা নিয়ে চিন্তা করছি না। আমার নিয়ন্ত্রণে নেই এটা। খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে, সেটা ভালো দিক। চোট যেকোনো সময়, যেকোনো কিছুতে হতে পারে। আমার নিয়ন্ত্রণে নেই এটা। বিশ্বকাপের সূচিও তো আমার হাতে নেই।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সি গ্রুপে। প্রতিপক্ষ ইতালি, নেপাল, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ

প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। শেষ ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

ভারতের কন্ডিশন সম্পর্কে দীর্ঘ দিনের আইপিএল অভিজ্ঞতা থাকায় মুস্তাফিজ বাংলাদেশের জন্য বড় ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।