Image

১৯৬'তে শ্রীলঙ্কাকে অলআউট করে সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১৯৬'তে শ্রীলঙ্কাকে অলআউট করে সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ

১৯৬'তে শ্রীলঙ্কাকে অলআউট করে সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ

১৯৬'তে শ্রীলঙ্কাকে অলআউট করে সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ

শ্রীলঙ্কায় গিয়ে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশের যুবারা। হ্যাটট্রিক জয়ের পর এবার সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ। পঞ্চম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা রান করতে পারে কেবল ১৯৬।

ছয় ম্যাচের সিরিজে বাংলাদেশের যুবারা ৩-১ ব্যবধানে এগিয়ে আজ পঞ্চম ওয়ানডে খেলতে নামে। আজ জিতলেই জুনিয়র টাইগারদের নিশ্চিত হয়ে যাবে সিরিজ জয়। এমন সমীকরণের ম্যাচেও ব্যর্থ লঙ্কান ব্যাটাররা, শুরু থেকেই ধুঁকতে থাকা দলটি শেষ পর্যন্ত গুঁটিয়ে গেল ১৯৬ রানে।  

লঙ্কানদের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ নামে, আজ জিতলেই শিরোপা। আগের ম্যাচগুলোর মতো আজও বল হাতে দুর্দান্ত সফরকারীরা। ৩৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রিজান হোসেন। তিনে নামা চামিকা হীনাতিগালা এদিন ৭ রানের বেশি করতে পারেননি। আরেক ওপেনার সুহাস ফার্নান্দোর ব্যাট থেকে আসে ২৮ রান। 

মাঝে অবশ্য সেট হওয়ার চেষ্টা করেন কিথমা বিথানাপাথিরানা ও অধিনায়ক বিমথ দিনসারা। তবে কিথমা বিথানাপাথিরানাকে ফিরিয়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন দেবাশীষ দেবা। এরপর কাভিজা গামাগে রানের খাতা খোলার আগেই বিদায় নেন। অধিনায়ক দিনসারা অবশ্য উইকেট হারান ৪২ রানের ইনিংস খেলে। সামিউন বাসির রাতুল পরপর তুলে নেন প্রতিপক্ষের ৩ উইকেট। 

লঙ্কানরা দ্রুত গুঁটিয়ে যাওয়ার শঙ্কা জাগালেও কিপার ব্যাটার অ্যাডাম হিলমি দলকে টানেন একা হাতে। ৬ চার ও ১ ছক্কায় ৫৫ বলে তুলে নেন ফিফটি। শেষ জুটিতে কুগাদাস মাথুলান দারুণভাবে সঙ্গ দেন হিলমিকে। তবে ফারহান শাহরিয়ার হিলমিকে লেগ বিফোরের ফাঁদে ফেলতেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three