Image

নিউজিল্যান্ডকে সহজেই ৭ উইকেটে হারাল বাংলাদেশ ‘এ’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ডকে সহজেই ৭ উইকেটে হারাল বাংলাদেশ ‘এ’

নিউজিল্যান্ডকে সহজেই ৭ উইকেটে হারাল বাংলাদেশ ‘এ’

নিউজিল্যান্ডকে সহজেই ৭ উইকেটে হারাল বাংলাদেশ ‘এ’

সিলেটে বাংলাদেশ 'এ' দলের দারুণ শুরু। সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দিল নুরুল হাসান সোহানের দল। আগে ব্যাট করে ১৪৭ রানে থামে কিউইদের ইনিংস। টার্গেট টপকাতে ৩ উইকেট হারিয়ে ২৭.২ ওভারের বেশি লাগেনি বাংলাদেশের। এনামুল বিজয়ের ৩৮ রানের ইনিংসের পর ৪২ করে অপরাজিত থাকেন মাহিদুল ইসলাম অংকন। 

টস জিতে আগে ব্যাটিং নিয়ে টাইয়াগ্র বোলিং অ্যাটাকের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে নিউজিল্যান্ড 'এ'। শুরুতেই শরিফুল-খালেদের পেস তোপে ভাঙে সফরকারীদের টপ অর্ডার। এরপর তানভীর ইসলাম স্পিন ঘূর্ণিতে কিউইদের অল্পতেই আটকে রাখার কাজটা সম্পন্ন করেন। ৫ ডাক নিয়ে ৮৫/৯ থেকে স্কোরবোর্ডে ১৪৭ রান এনে দেন ডিন ফক্সক্রফট, তার একারই রান ৭২।

সহজ লক্ষ্য তাড়ায় নেমে পারভেজ হোসেন ইমন ছিলেন আগ্রাসী মেজাজে। তার ব্যাটের ঝড় অবশ্য বেশিক্ষণ থাকেনি সিলেটের মাঠে। ৬ চারে ১২ বলে ২৪ রান করে ইনিংসের চতুর্থ ওভারে বিদায় নেন ইমন, ভাঙে নাঈম শেখকে নিয়ে গড়া ৩০ রানের উদ্বোধনী জুটি।

ক্রিস্টিয়ান ক্লার্ক ইমনের উইকেট নিয়েই ক্ষান্ত হননি। নিজের পরের ওভারে এসে শিকার করেন ১৮ রানে থাকা নাঈম শেখকেও। এরপর এনামুল হক বিজয় আর মাহিদুল ইসলাম অংকনের ব্যাটে চড়ে সহজ জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। দারুণ খেলতে থাকা বিজয় সুইপ শটে বাউন্ডারি পাওয়ার আশায় ব্যাট চালিয়ে ব্যক্তিগত ৩৮ রানে হয়েছেন ক্যাচ। বিজয়ের বিদায়ের আগে এই জুটি থেকে আসে ৫৫ রান। 

এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান উইকেটে এসে ছক্কা হাঁকিয়ে নামের পাশে লিখেন রান। অপর প্রান্তে থাকা মাহিদুল ইসলাম অংকনও ছিলেন বেশ দুর্দান্ত। আর তাতেই সহজ জয় তুলে নেয় বাংলাদেশ 'এ'। ২২.৪ ওভার বাকি থাকতে ৭ উইকেটের বড় জয়। ২৬ বলে ২০ রান আসে সোহানের ব্যাট থেকে। মাহিদুল অংকন অপরাজিত ছিলেন ৪২ রানে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three