রাওয়ালপিন্ডিতে পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বিশেষ চমক

রাওয়ালপিন্ডিতে পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বিশেষ চমক
রাওয়ালপিন্ডিতে পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বিশেষ চমক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। আগামী শুক্রবার, ১১ এপ্রিল সন্ধ্যা ৭টায় জমকালো এই অনুষ্ঠান শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরই মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হবে দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের।
এবারের পিএসএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, মুলতান ক্রিকেট স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জন্য থাকছে মনোমুগ্ধকর আয়োজন। সুফি সংগীতশিল্পী আবিদা পারভীন ও জনপ্রিয় র্যাপার দল ইয়ং স্টানারস দেবে সঙ্গীত পরিবেশনা।
এছাড়া পিএসএল এক্স-এর থিম সং গাওয়া শিল্পীরা আবরার উল হক, আলী জাফর, নাতাশা বেগ এবং তালহা আনজুম মঞ্চ মাতাবেন পারফরম্যান্স দিয়ে। পুরো অনুষ্ঠানজুড়ে থাকবে চোখধাঁধানো আতশবাজির আয়োজনও।