পিএসএলের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেল ইসলামাবাদ ইউনাইটেড

পিএসএলের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেল ইসলামাবাদ ইউনাইটেড
পিএসএলের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেল ইসলামাবাদ ইউনাইটেড
ক্যারিবিয়ান পেসার জেসন হোল্ডারের দুর্দান্ত চার উইকেট শিকারে পিএসএলের উদ্বোধনী ম্যাচে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্সকে ৮ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে এটি ছিল হোল্ডারের পিএসএল অভিষেক।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স ১৯.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে একমাত্র ভালো ব্যাটিং করেন আবদুল্লাহ শফিক। তিনি ৩৮ বলে ৬৬ রান করেন। এছাড়া সিকান্দার রাজা ২৩, ড্যারিল মিচেল ১৩ এবং হারিস রউফ ১০ রান করে কিছুটা অবদান রাখেন।
১৪তম ওভারে লাহোর তাদের পাঁচটি উইকেট হারিয়ে ফেলে মাত্র ৯৩ রানে। শফিক ও সিকান্দার রাজা পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটি গড়লেও হোল্ডার ও শাদাব খানের বোলিংয়ে ভেঙে পড়ে তাদের ইনিংস। হোল্ডার ২৬ রানে ৪ উইকেট নেন, আর অধিনায়ক শাদাব ৩.২ ওভারে ২৫ রানে নেন ৩ উইকেট।
১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইসলামাবাদ প্রথম ছয় ওভারে ৩৭ রান তুললেও হারায় আন্দ্রিস গাউসকে। এরপর কলিন মুনরো ও সাহিবজাদা ফারহান দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ফারহান ২৪ বলে ২৫ রান করে আউট হলেও মুনরো ও সালমান আলি আগা দলের জয় নিশ্চিত করেন।
মুনরো অপরাজিত ৫৯ (৪২ বল, ৭ চার, ১ ছক্কা) এবং সালমান অপরাজিত ৪১ (৩৪ বল, ৩ চার, ১ ছক্কা) রান করে দলকে ১৪ বল হাতে রেখেই জয় এনে দেন।
লাহোরের পক্ষে আসিফ আফ্রিদি ও হারিস রউফ একটি করে উইকেট নেন।