Image

পিএসএলে লিটন-রিশাদ-নাহিদ রানার ম্যাচ কবে–কখন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএলে লিটন-রিশাদ-নাহিদ রানার ম্যাচ কবে–কখন

পিএসএলে লিটন-রিশাদ-নাহিদ রানার ম্যাচ কবে–কখন

পিএসএলে লিটন-রিশাদ-নাহিদ রানার ম্যাচ কবে–কখন

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে আজ। লিটন দাসকে দেখা যাবে করাচি কিংসের জার্সিতে, পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন নাহিদ রানা এবং লাহোর কালান্দার্সের হয়ে টুর্নামেন্ট মাতাবেন লেগ-স্পিনার রিশাদ হোসেন।

লিটন দাস ও রিশাদ হোসেন বর্তমানে আছেন পাকিস্তানে, শুরু থেকেই মাতাবেন পিএসএল। তবে জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকায় পেশোয়ার জালমিতে নাহিদ রানা যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর।

আজ রাতে পিএসএলের উদ্বোধনী ম্যাচ হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে। উদ্বোধনী ম্যাচেই পিএসএলে আজ অভিষেক হতে পারে রিশাদ হোসেনের। লাহোর কালান্দার্সের অনুশীলনেও রিশাদকে দেখা গেছে বেশ সিরিয়াস মুডে।

বাংলাদেশের দর্শকেরা পিএসএলের সব ম্যাচ সরাসরি দেখতে পারবে নাগরিক টিভি ও টি স্পোর্টস অ্যাপে। এছাড়া পিটিভি স্পোর্টস, এ স্পোর্টস, সনি স্পোর্টস টেন ১ ও ৫ এবং স্পোর্টজেডএক্স অ্যাপেও সরাসরি দেখা মিলবে পিএসএলের।

লিটন-রিশাদ-নাহিদ রানার ম্যাচ কবে–কখন? 

লিটন দাসের দল করাচি কিংসের ম্যাচ সূচি-

তারিখ    প্রতিপক্ষ    ভেন্যু    খেলা শুরু
১২ এপ্রিল    মুলতান সুলতানস    করাচি    রাত ৯টা
১৫ এপ্রিল    লাহোর কালান্দার্স    করাচি    রাত ৯টা
১৮ এপ্রিল    কোয়েটা গ্ল্যাডিয়েটর্স    করাচি    রাত ৯টা
২০ এপ্রিল    ইসলামাবাদ ইউনাইটেড    করাচি    রাত ৯টা
২১ এপ্রিল    পেশোয়ার জালমি    করাচি    রাত ৯টা
২৫ এপ্রিল    কোয়েটা গ্ল্যাডিয়েটর্স    লাহোর    রাত ৯টা
১ মে    মুলতান সুলতানস    মুলতান    বিকেল ৪–৩০ মি.
৪ মে    লাহোর কালান্দার্স    লাহোর    রাত ৯টা
৮ মে    পেশোয়ার জালমি    রাওয়ালপিন্ডি    রাত ৯টা
১০ মে    ইসলামাবাদ ইউনাইটেড    রাওয়ালপিন্ডি    রাত ৯টা

রিশাদ হোসনের দল লাহোর কালান্দার্সের সূচি

১১ এপ্রিল    ইসলামাবাদ ইউনাইটেড    রাওয়ালপিন্ডি    রাত ৯–৩০ মি.
১৩ এপ্রিল    কোয়েটা গ্ল্যাডিয়েটর্স    রাওয়ালপিন্ডি    রাত ৯টা
১৫ এপ্রিল    করাচি কিংস    করাচি    রাত ৯টা
২২ এপ্রিল    মুলতান সুলতানস    মুলতান    রাত ৯টা
২৪ এপ্রিল    পেশোয়ার জালমি    লাহোর    রাত ৯টা
২৬ এপ্রিল    মুলতান সুলতানস    লাহোর    রাত ৯টা
৩০ এপ্রিল    ইসলামাবাদ ইউনাইটেড    লাহোর    রাত ৯টা
১ মে    কোয়েটা গ্ল্যাডিয়েটর্স    লাহোর    রাত ৯টা
৪ মে    করাচি কিংস    লাহোর    রাত ৯টা
৯ মে    পেশোয়ার জালমি    রাওয়ালপিন্ডি    রাত ৯টা

নাহিদ রানার দল পেশোয়ার জালমির ম্যাচ সূচি-

১২ এপ্রিল    কোয়েটা গ্ল্যাডিয়েটর্স    রাওয়ালপিন্ডি    বিকেল ৪-৩০ মি.
১৪ এপ্রিল    ইসলামাবাদ ইউনাইটেড    রাওয়ালপিন্ডি    রাত ৯টা
১৯ এপ্রিল    মুলতান সুলতানস    রাওয়ালপিন্ডি    রাত ৯টা
২১ এপ্রিল    করাচি কিংস    করাচি    রাত ৯টা
২৪ এপ্রিল    লাহোর কালান্দার্স    লাহোর    রাত ৯টা
২৭ এপ্রিল    কোয়েটা গ্ল্যাডিয়েটর্স    লাহোর    রাত ৯টা
২ মে    ইসলামাবাদ ইউনাইটেড    লাহোর    রাত ৯টা
৫ মে    মুলতান সুলতানস    মুলতান    রাত ৯টা
৮ মে    করাচি কিংস           রাওয়ালপিন্ডি    রাত ৯টা
৯ মে    লাহোর কালান্দার্স    রাওয়ালপিন্ডি    রাত ৯টা 

Details Bottom
Details ad One
Details Two
Details Three