মিডল অর্ডারে সাকিব–মুশফিক–রিয়াদের অভাব স্পষ্ট, সময় চান সালাউদ্দিন
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 35 মিনিট আগে
মিডল অর্ডারে সাকিব–মুশফিক–রিয়াদের অভাব স্পষ্ট, সময় চান সালাউদ্দিন
মিডল অর্ডারে সাকিব–মুশফিক–রিয়াদের অভাব স্পষ্ট, সময় চান সালাউদ্দিন
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে বছরের পর বছর ধরে মিডল অর্ডারের ভরসা ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের ক্রিকেট ইতিহাসে সেরা খেলোয়াড়দের তালিকায় এই তিন তারকার নাম থাকবে অনায়াসেই। বিশেষ করে একদিনের ক্রিকেটে দলের মাঝের ও শেষের ওভারগুলোতে তারা ছিলেন আস্থার প্রতীক। তবে বর্তমান দলে নেই এই অভিজ্ঞ ত্রয়ীর কেউই। ফলে তাদের শূন্যতা পূরণে সময় লাগছে বলে মনে করছেন জাতীয় দলের কোচ সালাউদ্দিন।
সম্প্রতি ক্রিকবাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, "ওয়ানডে দলে এখনো কিছু হিসাব-নিকাশ বাকি আছে। অনেক বিষয় বিবেচনায় নিতে হবে। ওয়ানডে ক্রিকেটে সাধারণত অভিজ্ঞ খেলোয়াড়দের ওপরই বেশি নির্ভর করতে হয়। মিডল অর্ডারে যদি দেখেন, বছরের পর বছর সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ এই পজিশনগুলোতে খেলেছে। এখন সেখানে আমরা এখনও কাউকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি।”
তিনি আরও যোগ করেন, "এর পাশাপাশি যারা এখন এসব পজিশনে খেলছে তারা ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত সেই পজিশনে ব্যাট করে না। ওয়ানডেতে অনেক সময় ভূমিকা বদলাতে হয়, আর তা খুব দ্রুতই। উইকেট পড়লে একভাবে খেলতে হয়, না পড়লে অন্যভাবে। ১০ ওভারের পর, আবার ৩০ ওভারের পরও আপনার ভূমিকা পাল্টে যায়। খেলার চাহিদা বদলাতে থাকে, আর সে অনুযায়ী মানিয়ে নিতে হয়। এখানেই অভিজ্ঞতার প্রয়োজন।”
সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজেও মুশফিক–রিয়াদ–সাকিব ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। চার নম্বরে প্রথম ওয়ানডেতে ব্যাট করেছিলেন লিটন দাস, পরের দুই ম্যাচে সেই জায়গায় ছিলেন তাওহিদ হৃদয়। মিডল অর্ডার ও ফিনিশারের ভূমিকায় নামতে হয়েছিল মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারীদের। আন্তর্জাতিক অঙ্গনে এখনও নবীন এই ব্যাটাররা বড় দায়িত্বে কিছুটা অনভিজ্ঞ হলেও, তাদের সময় দিয়ে গড়ে তোলার পক্ষে কোচ সালাউদ্দিন।