বিসিবির দায়িত্বে আসা প্রসঙ্গে যা বললেন তামিম ইকবাল
-
1
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তাইজুল ইসলাম
-
2
পঞ্চম দিনের অপেক্ষা, মিরপুরে বিরল দৃশ্যের সামনে বাংলাদেশ
-
3
মিরপুরে আরেক মাইলফলকে বাংলাদেশ, আলোচনার কেন্দ্রবিন্দুতে তাইজুলের স্বপ্ন শুরু না হওয়া যাত্রা
-
4
ভারত সফরে পূর্ণ শক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
-
5
এটা টিম গেম, মুশফিককে সেঞ্চুরি করতে সুযোগ না দেয়ার ব্যাপারে আশরাফুল
বিসিবির দায়িত্বে আসা প্রসঙ্গে যা বললেন তামিম ইকবাল
বিসিবির দায়িত্বে আসা প্রসঙ্গে যা বললেন তামিম ইকবাল
কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আগে থেকে গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বড় কোনো পদে দেখা যাবে এই ওপেনারকে। ক্রিকেট থেকে অবসর নেয়ার পরে এই গুঞ্জন হয়েছে আরো জোড়ালো। এ নিয়ে তামিমের ভাষ্য কি? জানালেন নিজেই।
বিপিএলে বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিলো তামিমের ফরচুন বরিশাল। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬১ রানের ইনিংসে জয় পায় বরিশাল। তারপর সংবাদস ম্মেলনে এসে নিজের ভবিষ্যতের কথা জানিয়ে তামিম বলেন,
"আমি চেষ্টা করব যতদিন... এখন তো রিটায়ার্ড, তাই লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। ওসব খেলব। যদি প্রিমিয়ার লিগটা হয় সময়মতো, ওটা খেলব। যদি ফিট থাকি, যতদূর পারি খেলতে থাকব। আমার ফোকাসটা খেলা নিয়েই।"
জয় পেয়েও তামিমের কন্ঠে শোনা গেলো আক্ষেপ। তার মতে রান রেট বাড়ানোর জন্য বরিশালের আরো দ্রুত ম্যাচটা শেষ করা উচিৎ ছিলো। "মাঝে আরেকটু দ্রুত খেলা দরকার ছিল আমাদের। ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম... আমাদের হাতে উইকেট ছিল। আমার মনে হয়, এই একটি ট্রিক আমরা মিস করেছি।"
এছাড়া এবারের বিপিএল ভালো হচ্ছে জানিয়ে তামিম আরো বলেন, "আপনারা যদি দেখেন, বিপিএল এবার ভালো হচ্ছে। ঢাকা ও সিলেটে রান হয়েছে। দর্শক হয়েছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা, টি-টোয়েন্টির জন্য এমন উইকেটই আসলে প্রয়োজন।"
