শ্রীলঙ্কার বিপক্ষে উইলিয়ামস ও টেইলরকে নিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে উইলিয়ামস ও টেইলরকে নিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে উইলিয়ামস ও টেইলরকে নিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দলে বড় চমক হিসেবে ফিরেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার অলরাউন্ডার শন উইলিয়ামস ও উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর।
আগামী বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজটি। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার ও রবিবার, তিনটিই শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
চোট ও বিশ্রামের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শন উইলিয়ামস। সবশেষ বাংলাদেশের বিপক্ষে মে মাসে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। ফিরেই দেশের জার্সিতে আবারও প্রভাব বিস্তার করতে মুখিয়ে রয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
অন্যদিকে, দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ব্রেন্ডন টেইলর। তার অন্তর্ভুক্তি ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার এক বড় ভরসা যোগ করবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।
দলে আরও ফিরেছেন ব্র্যাড ইভান্স ও তরুণ ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি। তবে বাদ পড়েছেন নিউম্যান নিয়ামহুরি, ওয়েসলি মাধেভেরে, ভিনসেন্ট মাসেকেসা ও তাফাদ্জওয়া সিগা। যারা শেষ সিরিজে ছিলেন দলে।
এই সিরিজ কেবল শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই নয়, বরং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবেও দেখছে জিম্বাবুয়ে। ঘরের মাঠে আয়োজিত হতে যাওয়া সেই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সাফল্য পেতে এখন থেকেই শক্তিশালী দল গঠনে মনোযোগ দিয়েছে তারা।
জিম্বাবুয়ে স্কোয়াড:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ট্রেভর গওয়ান্ডু, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুয়োঙ্গা, তাশিনগা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, দিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস।