কোচিংয়ে ঐতিহাসিক উদ্যোগ, অ্যাশলে রসের নেতৃত্বে বিসিবির নিজস্ব লেভেল থ্রি কোর্স
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 10 ঘন্টা আগেআপডেট: 6 মিনিট আগে
কোচিংয়ে ঐতিহাসিক উদ্যোগ, অ্যাশলে রসের নেতৃত্বে বিসিবির নিজস্ব লেভেল থ্রি কোর্স
কোচিংয়ে ঐতিহাসিক উদ্যোগ, অ্যাশলে রসের নেতৃত্বে বিসিবির নিজস্ব লেভেল থ্রি কোর্স
বাংলাদেশ ক্রিকেটের কোচিং কাঠামোতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের কোচদের দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে বিসিবি এবার আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ‘লেভেল থ্রি কোচিং কোর্স’, যা সম্পূর্ণভাবে বিসিবির নিজস্ব উদ্যোগে পরিচালিত হবে।
সোমবার সিলেটে বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এ ঘোষণা দেন। তিনি জানান, ২০০৯ সালে বাংলাদেশে একটি লেভেল থ্রি কোর্স হয়েছিল, তবে সেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর উদ্যোগে। এবারের কোর্সটি হবে সম্পূর্ণ বিসিবির ব্যবস্থাপনায়, যা দেশের কোচিং ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
'হাই প্রোফাইল প্রোগ্রাম', যা টপ লেভেল কোচদের জন্য বিরল সুযোগ বলে মত বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। বিসিবি এই পরিচালক বলেন,“প্রথমবারের মতো আমাদের আয়োজনে আমরা একটা লেভেল থ্রি কোর্স কন্ডাক্ট করাব। ২০০৯ সালে একটা কোর্স হয়েছিল, কিন্তু সেটা আইসিসি ও এসিসির উদ্যোগে হয়েছিল। এবার আমাদের উদ্যোগে এই কোর্স হবে, যেখানে অস্ট্রেলিয়ান টিচার বা এডুকেটররা আসবেন এবং কোর্সটা পরিচালনা করবেন।”
তিনি আরও যোগ করেন, “এটা হবে আমাদের সবচাইতে সম্ভাবনাময়, হায়ার লেভেলে কোচিংয়ে অভ্যস্ত কিন্তু এখনো লেভেল থ্রি কোর্সে অংশ নিতে না পারা কোচদের জন্য। এটি একটি হাই-প্রোফাইল প্রোগ্রাম হবে।”
'হাই প্রোফাইল প্রোগ্রাম' এর এই কোর্সে কোচদের কোচ হিসেবে নেতৃত্বে থাকছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ কোচ ও কোচ এডুকেটর অ্যাশলে রস। যাকে বলা হয় ‘কোচদের কোচ’। রস শুধু একজন কোচ নন, তিনি একজন কোচ-ডেভেলপার, যিনি দীর্ঘদিন ধরে হাই পারফরম্যান্স কোচিং কাঠামো তৈরিতে কাজ করে আসছেন। তার সঙ্গে থাকবেন আরও একজন সহকারী অস্ট্রেলিয়ান এডুকেটর।
নাজমুল আবেদিন বলেন, “লেভেল থ্রি কোর্সের কথা যেটা বললাম, অ্যাশলে রস একজন অস্ট্রেলিয়ান আছেন। অ্যাশলে রস ইজ ওয়ান অব দ্য ফাইনেস্ট কোচ ইন দিস এরিয়া। তার সাথে একজন সঙ্গীও থাকবেন।”
অ্যাশলে রসের কোচিং ক্যারিয়ার শুরু হয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের কোচিং ডিরেক্টর এবং ভিক্টোরিয়া দলের সহকারী কোচ হিসেবে। পরবর্তীতে তিনি যোগ দেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারে, যেখানে তিনি ‘প্লেয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার’ হিসেবে কাজ করেন।
পরবর্তীতে তিনি বিশেষভাবে মনোনিবেশ করেন কোচিং কাঠামো গঠনের দিকে। বর্তমানে তিনি 'হাই পারফরম্যান্স কোচিং' কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তরুণ ও উদীয়মান কোচদের প্রশিক্ষণ দিচ্ছেন।
এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে, দেশের সম্ভাবনাময় কোচদের আন্তর্জাতিক কোচিং স্ট্যান্ডার্ডে প্রশিক্ষিত করা। অনেক কোচ ইতোমধ্যেই ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করলেও লেভেল থ্রি কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাননি। এবার তাদের জন্য সেই সুযোগ এনে দিচ্ছে বিসিবি।