ছেলেদের ছাড়িয়ে ইতিহাস গড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 3 মিনিট আগে- 1
সাইফ হাসান: টেস্ট ওপেনার থেকে টি-টোয়েন্টি অলরাউন্ডার, ফিরে আসার গল্পে আছেন এক কোচ
- 2
সিলেটে সাইফ-লিটনের দুর্দান্ত পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে ৮ হারালো বাংলাদেশ
- 3
নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
- 4
জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?
- 5
ডিউ ফ্যাক্টরের বিরুদ্ধে তাসকিনের শ্রেষ্ঠত্ব: সিলেটে বাংলাদেশের জয়

ছেলেদের ছাড়িয়ে ইতিহাস গড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি
ছেলেদের ছাড়িয়ে ইতিহাস গড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি
ক্রিকেট দুনিয়ায় ঘটল এক নজিরবিহীন ঘটনা। আসন্ন ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে অভাবনীয় ৪.৪৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি টাকা। এই অঙ্ক শুধু নারীদের জন্যই ঐতিহাসিক নয়, বরং ছাড়িয়ে গেছে পুরুষদের সর্বশেষ ২০২৩ বিশ্বকাপজয়ী দলের প্রাইজমানিকেও।শুধু চ্যাম্পিয়ন নয়, সামগ্রিক পুরস্কারেও ছেলেদের চেয়ে এগিয়ে থাকছে নারীরা। ক্রিকেট ইতিহাসে এটাই প্রথমবারের মতো নারী টুর্নামেন্টে পুরুষদের তুলনায় বেশি প্রাইজমানি ঘোষণা করল আইসিসি।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরের জন্য দেয়া হয়েছে এক অভূতপূর্ব ঘোষণা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, ২০২৫ নারী বিশ্বকাপের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি ৩৭ লাখ টাকা। এই অঙ্ক ২০২২ সালের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় ২৯৭ শতাংশ বেশি।
২০২২ সালের নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে হাতে পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার পুরস্কার। তিন বছরের ব্যবধানে সেই অঙ্ক লাফিয়ে বেড়ে দাঁড়াল ৪.৪৮ মিলিয়ন ডলার। যা বৃদ্ধির হার প্রায় ২৩৯ শতাংশ। শুধু তাই নয়, এবার নারী ক্রিকেটাররা ছাড়িয়ে গেলেন পুরুষদেরও। কারণ পুরুষদের সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪ মিলিয়ন ডলার। অর্থাৎ ইতিহাসে প্রথমবার, নারীদের হাতে উঠছে পুরুষদের চেয়েও বেশি প্রাইজমানি।
২০২৫ নারী বিশ্বকাপে প্রাইজমানি শুধু চ্যাম্পিয়নের জন্য নয়, প্রতিটি ধাপেই থাকছে বাড়তি সুবিধা। রানার্সআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা), আর সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল প্রত্যেকে নিশ্চিত করবে ১.১২ মিলিয়ন ডলার। আগের আসরের তুলনায় এই অঙ্ক প্রায় দেড় গুণ বেশি।
গ্রুপ পর্বের প্রতিটি জয়ে দলগুলো পাবে ৩৪ হাজার ৩১৪ ডলার করে। গ্রুপে পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পাবে ৭ লাখ ডলার করে, আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল নিশ্চিত করবে ২ লাখ ৮০ হাজার ডলার। এমনকি, প্রতিটি অংশগ্রহণকারী দল কমপক্ষে ২ লাখ ৫০ হাজার ডলার হাতে পাবে। নারী ক্রিকেটে এর আগে কখনো এভাবে প্রতিটি দলের জন্য নিশ্চিত পুরস্কারের ব্যবস্থা হয়নি, যা নিঃসন্দেহে ইতিহাসে বড় অর্জন হিসেবে জায়গা করে নেবে।