Image

সিলেটের গ্যালারিতে অনুপ্রেরণার ঢেউ

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 6 মিনিট আগে
সিলেটের গ্যালারিতে অনুপ্রেরণার ঢেউ

সিলেটের গ্যালারিতে অনুপ্রেরণার ঢেউ

সিলেটের গ্যালারিতে অনুপ্রেরণার ঢেউ

সিলেটের মানুষের ক্রীড়া প্রেম নতুন কিছু নয়। একসময় স্থানীয় সিলেট লিগেও গ্যালারি থাকত কানায় কানায় পূর্ণ। পরিবার-পরিজন নিয়ে খেলা দেখতে আসতেন স্থানীয় ক্লাব কর্তারা। কেনই বা আসবেন না, দেশের সেরা তারকারা তখন মাঠে খেলতেন, এমনকি লঙ্কান বিশ্বকাপজয়ী অর্জুনা রানাতুঙ্গার অধিনায়কের মতো খেলোয়াড়রাও ছিলেন সিলেট লিগের ইতিহাসে!

আজ সিলেটের সেই ক্রীড়াভূমি আন্তর্জাতিকভাবে পরিচিত। নিয়মিতই হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। দেশি-বিদেশি তারকাদের সামনে থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চায় না কেউ। তাই ক্রিকেট হোক বা ফুটবল, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উপচে পড়ে দর্শকের ভিড়। এমন উচ্ছ্বাস দেখে অবাক হন বিদেশি খেলোয়াড়রাও। দেশি তারকারা পান বাড়তি অনুপ্রেরণা।

সেই চিত্র আবারও দেখা গেল চলতি টি-টোয়েন্টি সিরিজে। সোমবার, নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আলোচনায় এসেছে গ্যালারির চিত্রও। স্থানীয় দর্শকদের উচ্ছ্বাস নজর কেড়েছে গণমাধ্যমের পাশাপাশি ক্রিকেটারদেরও।

সিরিজ নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম বলেন, "হোম কন্ডিশনে যেখানে খেলি, সেখানেই প্রচুর দর্শক হয়। অবশ্যই তাদের সাপোর্ট অনেক অনুপ্রেরণা দেয় এবং মাঠে অনেক উপভোগ করি আমরা।"

বাংলাদেশি ক্রিকেটারদের মতো ডাচ খেলোয়াড়েরাও মুগ্ধ সিলেটের উষ্ণতায়। নেদারল্যান্ডসের উইকেটরক্ষক নোয়া ক্রুস বলেন, "বাংলাদেশে ক্রিকেটের প্রতি মানুষের আবেগ অবিশ্বাস্য। আপনাদের জন্য খেলতে দারুণ লাগে। এই সফর আমাদের কাছে বিশেষ কিছু হয়ে থাকবে।"

সিলেট যেন কেবল একটি মাঠ নয়, বরং ভালোবাসার মঞ্চ। যেখানে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটা একটি আবেগ, এক ঐক্যের প্রতিচ্ছবি।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three