Image

আজ বাঘিনীরা অলআউট ৮৯ রানে, হারলেই হোয়াইটওয়াশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আজ বাঘিনীরা অলআউট ৮৯ রানে, হারলেই হোয়াইটওয়াশ

আজ বাঘিনীরা অলআউট ৮৯ রানে, হারলেই হোয়াইটওয়াশ

আজ বাঘিনীরা অলআউট ৮৯ রানে, হারলেই হোয়াইটওয়াশ

আজকেও একশো রানের আগেই অলআউট বাংলাদেশ। টানা তিন ওয়ানডেতে বাংলাদেশ নারী দল গুটিয়ে গেছে স্কোরবোর্ডে ১০০ রান জমা করার আগেই। ২৬.২ ওভারের বেশি খেলতে পারেনি বাংলাদেশ, করতে পারে কেবল ৮৯। মোট ৭ ব্যাটার আউট হয়েছেন এক অংকের ঘরে থেকেই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলার মেয়েরা। প্রথম দুই ম্যাচের মতো আজও টাইগ্রেসদের চরম ব্যাটিং বিপর্যয়। মিরপুরে প্রথম ওয়ানডেতে ৯৫, পরের ম্যাচে ৯৭, আজ বাঘিনীরা গুটিয়ে গেছে ৮৯ করতেই। ১১ জনের মধ্যে কেবল ৪ ব্যাটার ছুঁয়েছেন দুই অংকের ঘর। সর্বোচ্চ ১৬ রান আসে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে।

কোনো রান করার আগেও ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার সুমাইয়া আক্তার উইকেট হারান এলিসা পেরির বলে। পরের ওভারে নেই আরেক ওপেনার ফারজানা হক। সুমাইয়া ডাক হয়ে ফিরলেও ফারজানার ব্যাট থেকে আসে ৫ রান। তিনে নামা মুর্শিদা খাতুন পেরির দ্বিতীয় শিকার। ৮ রানে থাকা মুর্শিদা ক্যাচ হয়েছেন অ্যালিসা হিলির গ্লাভসে।

১১তম ওভারে এসে জোড়া শিকার করেছেন কিম গার্থ। ৯ বল খেলা রিতু মনি উইকেট হারান ব্যক্তিগত ১ রানে, ফাহিমা খাতুন ফিরেছেন ডাক হয়ে। দলীয় ৩২ রানে পাঁচ উইকেট খুইয়ে চরম বিপাকে স্বাগতিকরা। এরপর অধিনায়ক নিগার সুলতানার বিদায়ে বিপদ আরও বাড়ে। ৩৯ বল খেলা নিগার প্যাভিলিয়নে ফিরে গেছেন ১৬ রান করে, এটি দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস।

এরপর বাংলাদেশের গুটিয়ে যাওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। হয়েছেও তাই। ২১-২১; পরপর তিন ওভারে বাংলাদেশ হারায় আরও তিন উইকেট। শেষ ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মারুফা আক্তার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three