Image

পাকিস্তানের প্রধান স্পিনার হতে চান আবরার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানের প্রধান স্পিনার হতে চান আবরার

পাকিস্তানের প্রধান স্পিনার হতে চান আবরার

পাকিস্তানের প্রধান স্পিনার হতে চান আবরার

আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। পাকিস্তানের শক্তির অন্যতম জায়গা তাদের স্পিন বোলিং আক্রমণ। সেই স্পিন বিভাগে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রধান স্পিন বোলার হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন লেগ-স্পিনার আবরার আহমেদ।

২০২৩ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে আবরারকে দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা সত্ত্বেও আবরারকে দিয়ে কোনো ম্যাচ খেলানো হয়নি।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে আবরার আহমেদ দলে রয়েছেন। তাই এই সিরিজটি নিজেকে মেলে ধরার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ আবরারের কাছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আবরার তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "আমি দলের প্রধান স্পিনার হওয়ার চেষ্টা করছি।"

তিনি আরো বলেন, "বোলিংয়ের ক্ষেত্রে আমি ভিন্ন কিছু করার চেষ্টা করি এবং এটি সামনের ম্যাচ গুলোতেও দেখা যেতে পারে।"

আবরার আহমেদের আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র শুরু। অন্যদিকে  ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্বাচকদের নজর কেড়ে পাকিস্তান দলে নিজের জায়গাটা পাকা করতে বাংলাদেশ সিরিজটি দারুণ ভূমিকা রাখবে আবরারের জন্য। 

ধারাবাহিক পারফরম্যান্সের ওপর জোর দিয়ে আবরার বলেন, "আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলব কি না এটা টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। তবে শেষ পর্যন্ত আমাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে।"

Details Bottom