Image

প্রথম ম্যাচে হেরেও জিম্বাবুয়েতে পাকিস্তানের সিরিজ জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্রথম ম্যাচে হেরেও জিম্বাবুয়েতে পাকিস্তানের সিরিজ জয়

প্রথম ম্যাচে হেরেও জিম্বাবুয়েতে পাকিস্তানের সিরিজ জয়

প্রথম ম্যাচে হেরেও জিম্বাবুয়েতে পাকিস্তানের সিরিজ জয়

সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়েকে ৯৯ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে হেরে সিরিজ শুরু করে পাকিস্তান। তবে ঘুরে দাড়িয়ে টানা ২ ম্যাচ জিতে সিরিজ জয় করেছে সফরকারীরা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতলেন কামরান গুলাম। পুরো সিরিজ জুড়ে অলরাউন্ড পারফর্ম্যান্স করা সাইম আইয়ুব সিরিজ সেরা খেলোয়াড়। 

বৃহস্পতিবার বুলাওয়েতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে দারুন শুরু এনে দেন পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। আগের ম্যাচে সেঞ্চুরি করা সাইম থামেন ৩১ রানে। তারপর শফিক পূর্ণ করেন অর্ধশতক। কামরান গুলামের সাথে ৯২ বলে ৮৯ রানের জুটি গড়েন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। 

৩৭ রানে রিজওয়ান ফিরে গেলেও শতক পূর্ন করেন কামরাম গুলাম। ৯৯ বলে ১০৩ রানের ইনিংসে ছিলো ১০ টি চার ও ৪ টি ছক্কা। সালমান আঘা ৩০ রান এবং শেষদিকে ১৬ বলে তায়েব তাহিরের ২৯ রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে পাকিস্তান। 

সিরিজ বাঁচাতে ৩০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ৪৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক ক্রূইগ এরভিন।

৫০ রান করে এরভিন আউট হলে কেউ ই আর বড় রান করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।শেষ পর্যন্ত ৪০.১ ওভারে মাত্র ২০৪ রানে সব কয়টি উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। 

পাকিস্তানের হয়ে ২ টি করে উইকেট নেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ এবং আমির জামাল। সিরিজ সেরা হন সাইম আইয়ুব।

Details Bottom
Details ad One
Details Two
Details Three