ইস্তফা দিলেন জেসন গিলেস্পি, লাল বলের ক্রিকেটেও পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ
ইস্তফা দিলেন জেসন গিলেস্পি, লাল বলের ক্রিকেটেও পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ
ইস্তফা দিলেন জেসন গিলেস্পি, লাল বলের ক্রিকেটেও পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ
চলতি বছরের এপ্রিলেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জেসন গিলেস্পিকে তাঁদের টেস্ট দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ দিয়েছিল। তবে কয়েক মাস যেতেই পিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানলেন সাবেক অজি এই পেসার।
১৫ ডিসেম্বর পাকিস্তানের লাল বলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেন গিলেস্পি। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গিলেস্পির চাকরি ছাড়ার কথা জানায় পিসিবি।
একই বিজ্ঞপ্তিতে তাঁরা জানায় লাল বলের জন্য পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হচ্ছেন আকিব জাভেদ। সাদা বলের ক্রিকেটেও সম্প্রতি দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য আকিব জাভেদ।
লাল বলের ক্রিকেটে আকিব জাভেদের প্রথম দায়িত্ব হবে চলমান সব ফরম্যাটের সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচটি ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ৩ থেকে ৭ জানুয়ারি কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলানো হবে।
পাকিস্তান দল বর্তমানে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে, যা শেষ হওয়ার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে।