হেডের অপরাজিত ১৪২ রানে অ্যাশেজে অজিদের কাছে ধরাশায়ী ইংল্যান্ড
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
2
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
-
3
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
-
4
পাকিস্তান সিরিজ দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতে
-
5
শুরুতেই জোড়া আঘাত রিশাদের, তবু মেলবোর্ন স্টার্সের কাছে হার হোবার্টের
হেডের অপরাজিত ১৪২ রানে অ্যাশেজে অজিদের কাছে ধরাশায়ী ইংল্যান্ড
হেডের অপরাজিত ১৪২ রানে অ্যাশেজে অজিদের কাছে ধরাশায়ী ইংল্যান্ড
অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে ট্রাভিস হেডের অপরাজিত ১৪২ রানে ভর করে অ্যাশেজ সিরিজে শক্ত অবস্থান তৈরি করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। এতে করে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ৩৫৬ রানে।
এই ইনিংসে হেডের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। তিনি অপরাজিত ৫২ রান করেন। দুজন মিলে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১২২ রানের জুটি গড়েন।
হেড টেস্ট ক্যারিয়ারের ১১তম এবং চলতি সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। ইংল্যান্ডের বিপক্ষে এটি তার চতুর্থ শতক। ৯৯ রানে হ্যারি ব্রুকের হাতে জীবন পেলেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান বাঁহাতি এই ব্যাটার।
এর আগে দিনের শুরুতে ইংল্যান্ড লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল। অধিনায়ক বেন স্টোকস ও জোফরা আর্চার নবম উইকেটে ১০৬ রানের জুটি গড়েন। তৃতীয় দিনের সকালে ২১৩/৮ থেকে আরও ৭৩ রান যোগ করে ইংল্যান্ড অলআউট হয় ২৮৬ রানে, ফলে প্রথম ইনিংসের ব্যবধান নেমে আসে ৮৫ রানে।
দ্বিতীয় ইনিংসে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ব্রাইডন কার্সের বলে এলবিডব্লিউ হয়ে ১ রানে ফেরেন জেক ওয়েদারাল্ড। মধ্যাহ্নভোজের সময় স্কোর ছিল ১৭/১। লাঞ্চের পর জশ টাং দ্রুত মার্নাস লাবুশেনকে (১৩) ফিরিয়ে ইংল্যান্ডকে কিছুটা আশা দেখান।
তবে চাপ ধরে রাখতে পারেনি সফরকারীরা। উসমান খাজা ও ট্রাভিস হেডের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। চা-বিরতির পর খাজা (৪০) ও ক্যামেরন গ্রিন (৭) দ্রুত ফিরলেও ততক্ষণে অস্ট্রেলিয়ার লিড তিনশোর কাছাকাছি পৌঁছে যায়।
দিন শেষে শক্ত অবস্থানে থেকেই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া, যেখানে সিরিজ হাতছাড়া হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইংল্যান্ড।
