বাংলাদেশের যুবা ক্রিকেটারদের সেমিফাইনালে বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
-
2
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
3
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
-
4
শুরুতেই জোড়া আঘাত রিশাদের, তবু মেলবোর্ন স্টার্সের কাছে হার হোবার্টের
-
5
পাকিস্তান সিরিজ দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতে
বাংলাদেশের যুবা ক্রিকেটারদের সেমিফাইনালে বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান
বাংলাদেশের যুবা ক্রিকেটারদের সেমিফাইনালে বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান
বাংলাদেশের যুবা ক্রিকেটাররা গ্রুপ পর্বে তাদের শক্তিশালী খেলায় সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূর্ণ করতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে পরাজয় বাংলাদেশকে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ থেকে বিদায় নিতে বাধ্য করেছে।
শুক্রবার দুবাইয়ে বৃষ্টির কারণে ম্যাচটি সীমিত হয়ে আসে ২৭ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি ব্যাটাররা পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে। মাত্র ২৬ দশমিক ৩ ওভারে ১২১ রানেই গুটিয়ে যায় লাল-সবুজ দলের ইনিংস।
দলের সর্বোচ্চ রান আসে আট নম্বরে নামা সামিউন বাশির থেকে ৩৩ রানের ঝলক দেখালেন তিনি। অন্য ব্যাটাররা ব্যাটে চোখে পড়ার মতো পারফরম্যান্স করতে পারেননি। পাকিস্তানের পেসার আবদুল সুবহান ২০ রান খরচায় ৪ উইকেট তুলে দলের ব্যাটিং ব্যহত করে দেন এবং ম্যাচ সেরার পুরস্কারও তার হাতে যায়।
১২২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি ওপেনার সামির মিনহাস ঝড়ো ব্যাটিং করেন। মাত্র ৫৭ বলে ৬৯ রান করে (২টি ছক্কা, ৬টি চার) তিনি ইনিংসটি দাপটের সঙ্গে সম্পন্ন করেন। পাকিস্তান মাত্র ১৬ দশমিক ৩ ওভারে ২ উইকেট হারিয়ে সহজ জয়ে পৌঁছায়। এই জয়ের মাধ্যমে তারা চতুর্থবারের মতো যুব এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল।
দিনের অন্য সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করে। শ্রীলঙ্কানরা ১৩৮ রানের লক্ষ্য দিলেও ভারত তা মাত্র ১২ বল বাকি থাকতেই ছাপিয়ে যায়। ফলে আগামী রবিবার (২১ ডিসেম্বর) হবে ইতিহাসের একটি আকর্ষণীয় ফাইনাল, যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
