Image

বাংলাদেশের বিপক্ষে সিরিজে যে ৫ রেকর্ডের সামনে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিপক্ষে সিরিজে যে ৫ রেকর্ডের সামনে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে যে ৫ রেকর্ডের সামনে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে যে ৫ রেকর্ডের সামনে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন

৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আইসিসি র‍্যাংকিংয়ে শীর্ষ টেস্ট বোলার ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় স্পিন আক্রমণের নেতা তিনিই। 

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম রবিচন্দ্রন অশ্বিনের হোম গ্রাউন্ড। সেখানেই বাংলাদেশ ও ভারত প্রথম টেস্টে একে অপরের মুখোমুখি হবে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু ২য় ও শেষ টেস্ট। 

চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রবিচন্দ্রন অশ্বিন ছিলেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। বরাবরের মত বাংলাদেশের বিপক্ষে সিরিজেও ভারতের অন্যতম প্রধান চরিত্র এই অফ স্পিনিং অলরাউন্ডার। আগামীকাল (১৭ সেপ্টেম্বর) ৩৮ এ পা দিতে যাওয়া অশ্বিন দাঁড়িয়ে আছেনশ কিছু রেকর্ডের সামনে। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজে যেসকল রেকর্ড নিজের করে নিতে পারেন অশ্বিন-  

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) তে সর্বোচ্চ উইকেট-ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৫ ম্যাচ খেলে ১৭৪ টি উইকেট শিকার করেছেন অশ্বিন। অস্ট্রেলিয়ার নাথান লায়নকে (১৮৭) টপকে শীর্ষে উঠতে অশ্বিনের দরকার ১৪ উইকেট। 

ডব্লিউটিসি ২০২৩-২৫ এ সর্বোচ্চ উইকেট-চলতি ডব্লিউটিসি চক্রে ৪২ উইকেট শিকার করেছেন অশ্বিন। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে (৫১) টপকে শীর্ষে উঠতে তাঁর দরকার মাত্র ১০ উইকেট। 

ডব্লিউটিসিতে সর্বোচ্চ ৫ উইকেট-৩৫ ডব্লিউটিসি ম্যাচ খেলা অশ্বিন ১০ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। সমান সংখ্যক বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। টাইগারদের বিপক্ষে ২ টেস্টে একবার ইনিংসে ৫ উইকেট পেলেই এককভাবে শীর্ষে উঠবেন অশ্বিন। 

বাংলাদেশ-ভারত টেস্টে সর্বোচ্চ উইকেট-বাংলাদেশের বিপক্ষে এখন অব্দি ৬ টেস্ট খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। উইকেট পেয়েছেন ২৩ টি। জহির খানকে (৩১) টপকে বাংলাদেশ-ভারত টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক হতে অশ্বিনের দরকার ৯ উইকেট। 

ভারতের মাটিতে সর্বোচ্চ উইকেট-৩ ফরম্যাট মিলে ভারতের মাটিতে ১২৬ ম্যাচ খেলে ৪৫৫ উইকেট নিয়েছেন অশ্বিন। আর ২২ উইকেট নিলে অনিল কুম্বলেকে (১৫৩ ম্যাচে ৪৭৬) টপকে ভারতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হবেন তিনি। 

এই ৫ রেকর্ড ছাড়াও অশ্বিনের সামনে সুযোগ আছে টেস্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ (৫১৯) ও অস্ট্রেলিয়ার নাথান লায়নকে (৫৩০) পেছনে ফেলার। সেক্ষেত্রে সিরিজে উইকেট নিতে হবে যথাক্রমে ৪ ও ১৫ টি। দুইবার ইনিংসে পাঁচ উইকেট নিতে পারলে অশ্বিন টপকাবেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নকে (৩৭)। ৬৭ বার টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়াহ মুরালিধরন।   

Details Bottom
Details ad One
Details Two
Details Three