Image

৬৫ রানের টার্গেট পেয়ে ১০ উইকেটে ম্যাচ জিতল চট্টগ্রাম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৬৫ রানের টার্গেট পেয়ে ১০ উইকেটে ম্যাচ জিতল চট্টগ্রাম

৬৫ রানের টার্গেট পেয়ে ১০ উইকেটে ম্যাচ জিতল চট্টগ্রাম

৬৫ রানের টার্গেট পেয়ে ১০ উইকেটে ম্যাচ জিতল চট্টগ্রাম

এনসিএল টি-টোয়েন্টিতে আজ সকালের ম্যাচে ১০ উইকেটের বড় জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। ঢাকাকে মাত্র ৬০ রানে গুঁড়িয়ে দিয়ে চট্টগ্রাম ম্যাচ জিতে নেয়ে সবক'টি উইকেট ও ৯ ওভার হাতে রেখে। বল হাতে ফাহাদ হোসেনের ৪ উইকেট শিকারের পর তামিম-জয়ের উদ্বোধনী জুটিতেই চট্টগ্রামের জয় নিশ্চিত। 

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের কাছে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬৪ রানের বেশি করতে পারেনি ঢাকা। বাঁহাতি পেসার ফাহাদ হোসেনের ফোর-ফারে নির্ধারিত ওভারের আগেই থামে ঢাকার ইনিংস। এরপর সহজ লক্ষ্য তাড়ায় নেমে তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়ের ওপেনিং জুটিতেই দাপুটে জয় তুলে নেয় চট্টগ্রাম বিভাগ। 

ঢাকার আউট হওয়া ১০ ব্যাটারের মধ্যে দুই অংকের রান ছুঁয়েছেন কেবল একজন। তাইবুর রহমানের ৩০ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৫ রানের। এরমাঝে ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ৩ জন। ওপেনার আশিকুর রহমান শিবলি ৪ রানে হয়েছেন আউট। অধিনায়ক সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৩ রান। 

আরিফুল ইসলাম ৭ বল খেলে করেছেন ৪। উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অংকন মারেন গোল্ডেন ডাক। ঢাকার হারানো টপ অর্ডারের ৪ উইকেটের ৪টিই একা দখলে নেন ফাহাদ হোসেন। তবে একা হাতে লড়াই চালিয়ে ৪৩ বলে ৩০ রান করেন তাইবুর রহমান। 

সহজ লক্ষ্য তাড়ায় নেমে তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের উদ্বোধনী জুটিতেই চট্টগ্রামের জয় নিশ্চিত। ৯ ওভার হাতে রেখে তারা ঢাকাকে হারিয়েছে ১০ উইকেটে। ৩৭ বল খেলা জয় অপরাজিত থাকেন ৪৪ রানে। তবে তামিম ছিলেন ধীরগতিতে, ২৯ বলে করেন ২১ রান। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three