বিগ ব্যাশে রিশাদের নিয়ন্ত্রণে জয়ের ছক, শীর্ষে হোবার্ট
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিগ ব্যাশে রিশাদের নিয়ন্ত্রণে জয়ের ছক, শীর্ষে হোবার্ট
বিগ ব্যাশে রিশাদের নিয়ন্ত্রণে জয়ের ছক, শীর্ষে হোবার্ট
বিগ ব্যাশ লিগে ধারাবাহিকভাবে নিজের কার্যকারিতা প্রমাণ করে চলেছেন রিশাদ হোসেন। অভিষেক মৌসুমেই বল হাতে আবারও পরিণত পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। আঁটসাঁট বোলিংয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি তার নিয়ন্ত্রিত স্পেলই জয়ের ভিত গড়ে দেয় হোবার্ট হারিকেন্সের।
রোববার জিলংয়ে মেলবোর্ন রেনেগেডসকে ৭ উইকেটে হারায় হোবার্ট। ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ২১ রান খরচায় ১টি উইকেট নেন রিশাদ। নিজের স্পেলে আদায় করেন ১০টি ডট বল, বাউন্ডারি হজম করেন মাত্র দুটি। তার এই মিতব্যয়ী বোলিংয়ের দিনে মূল নায়ক ছিলেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান, যিনি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে রেনেগেডস ২০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ১৪৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন টিম সাইফার্ট (২১ বলে), আর মোহাম্মদ রিজওয়ান করেন ২৬ বলে ৩২ রান। তবে মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি।
লক্ষ্য তাড়ায় প্রথম বলেই মিচেল ওয়েনকে হারালেও দারুণ দৃঢ়তায় ম্যাচ শেষ করে হোবার্ট। নিখিন চৌধুরী ৩৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় খেলেন ঝলমলে ৭৯ রানের ইনিংস। তাকে দারুণভাবে সঙ্গ দেন বেন ম্যাকডার্মট, ৩৩ বলে অপরাজিত ৪৯ রান করে ৩৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন।
এর আগের ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ২ উইকেট নিলেও কিছুটা খরুচে ছিলেন রিশাদ, ৩ ওভারে দিয়েছিলেন ৩৩ রান। তবে তার আগে অভিষেক ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নজর কাড়েন এই স্পিনার।
এই জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে হোবার্ট হারিকেন্স। রিশাদের ধারাবাহিক উন্নতি দলটির জন্য বাড়তি স্বস্তির কারণ হয়ে উঠছে।
