অভিজ্ঞতার ঝলক, সংখ্যার মাইলফলক, আইএল টি-টোয়েন্টিতে আবার আলোয় সাকিব

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অভিজ্ঞতার ঝলক, সংখ্যার মাইলফলক, আইএল টি-টোয়েন্টিতে আবার আলোয় সাকিব

অভিজ্ঞতার ঝলক, সংখ্যার মাইলফলক, আইএল টি-টোয়েন্টিতে আবার আলোয় সাকিব

অভিজ্ঞতার ঝলক, সংখ্যার মাইলফলক, আইএল টি-টোয়েন্টিতে আবার আলোয় সাকিব

অভিজ্ঞতার পাল্লা যখন ভারী হয়ে ওঠে, তখন বয়স আর সাম্প্রতিক ফর্ম দুটোই কিছুক্ষণের জন্য গুরুত্ব হারায়। আইএল টি–টোয়েন্টির মঞ্চে ঠিক তেমনই এক সন্ধ্যায় আবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন সাকিব আল হাসান। সময়ের সঙ্গে কমে আসা ধার আর ছন্দের প্রশ্নের মাঝেই অলরাউন্ড পারফরম্যান্সে প্রমাণ করলেন, বড় ম্যাচে নিজেকে তুলে ধরার ক্ষমতা এখনও ফুরোয়নি বাংলাদেশের এই তারকার।

ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে এমআই এমিরেটসের হয়ে রোববার বল হাতে ছিলেন দারুণ নিয়ন্ত্রিত। চার ওভারে মাত্র ১৪ রান খরচ করে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। প্রতিপক্ষের রান তোলার গতি আটকে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের দলে এনে দেন তিনি। পরে ব্যাট হাতেও দায়িত্বশীল ভূমিকা রেখে অপরাজিত ১৭ রান করেন সাকিব। তার এই দুই বিভাগেই অবদান এমআই এমিরেটসকে জয়ের পথে এগিয়ে দেয়। ম্যাচ শেষে ৩৮ বছর বয়সী অলরাউন্ডার পান ম্যাচ–সেরার পুরস্কার।

এই স্বীকৃতির মাধ্যমে টি–টোয়েন্টি ক্রিকেটে সাকিবের ম্যাচ–সেরা পুরস্কারের সংখ্যা দাঁড়াল ৪৫-এ। এই মাইলফলকে পৌঁছাতে তিনি খেলেছেন ৪৬৫টি ম্যাচ। একই সংখ্যক ম্যাচ–সেরা পুরস্কার রয়েছে রাশিদ খান ও অ্যালেক্স হেলসের নামেও। তবে রাশিদের লেগেছে ৫০৪ ম্যাচ, আর হেলসের ৫২৪ ম্যাচ যা তুলনামূলকভাবে সাকিবের অর্জনকে আরও উল্লেখযোগ্য করে তোলে।

 সময়টা টি–টোয়েন্টিতে সাকিবের জন্য খুব একটা স্বস্তির ছিল না। পরবর্তী সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই ছিলেন উইকেটশূন্য, আর বাকি দুই ম্যাচে পেয়েছিলেন মাত্র একটি করে উইকেট। সেই নিষ্প্রভ সময় পেছনে ফেলে আইএল টি–টোয়েন্টির এই ম্যাচে আবারও নিজের অভিজ্ঞতা আর ক্লাসের ছাপ রাখলেন সাকিব আল হাসান।

অভিজ্ঞতার ঝলক, সংখ্যার মাইলফলক, আইএল টি–টোয়েন্টিতে আবার আলোয় সাকিব