ভারতের স্টেডিয়াম যেন জলাশয়, তিন দিনেও হলো না টস
ভারতের স্টেডিয়াম যেন জলাশয়, তিন দিনেও হলো না টস
ভারতের স্টেডিয়াম যেন জলাশয়, তিন দিনেও হলো না টস
অবিরাম বৃষ্টি গ্রেটার নয়ডা টেস্টের ৩য় দিনও পরিত্যক্ত করতে বাধ্য করেছে। আউটফিল্ডের বেশিরভাগ অংশই কভারের নিচে। আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের তিন দিন শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত হয়নি টস। দুই দলের কোনো খেলোয়াড় আজ অবশ্য ভেন্যুতেই আসেননি।
আজ তো খেলা শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই স্থানীয় সময় সকাল ৯.১৫ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে তিন দিন পেরিয়ে গেলেও টস এখনো হয়নি। আগামী দুই দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই টেস্টে তাই ফলাফলের সম্ভাবনা ক্ষীণ।
আগের রাতে ভারী বৃষ্টিপাতের কারণে টেস্টের প্রথম দিন যায় ভেস্তে। দ্বিতীয় দিনে অবশ্য খেলা হয়নি ভেজা আউটফিল্ডের কারণে। আজ ছিল টেস্টের তৃতীয় দিন, অবিরাম বৃষ্টিতে মাঠ যেন রূপ নেয় জলাশয়ে। হঠাৎ দেখে বোঝার উপায় নেই; এটি খেলার মাঠ নাকি জলাশয়। পানির নিচে তলিয়ে রয়েছে পুরো আউটফিল্ড।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, চতুর্থ দিনে পরিস্থিতি ঠিক থাকলে ম্যাচটি সকাল ৯ টায় শুরু হবে এবং দিনে মোট ৯৮ ওভার হবে।
আফগানিস্তান স্কোয়াড:হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, ইকরাম আলিখিল (উইকেটকিপার), শহীদউল্লাহ কামাল, আফসার জাজাই (উইকেটকিপার), আজমতউল্লাহ ওমরজাই, জিয়াউর রহমান আকবর, শামস উর রহমান, কায়েস আহমেদ, জহির খান, নিজাত মাসুদ ও খলিল আহমেদ।
নিউজিল্যান্ড স্কোয়াড:টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম লাথাম (সহ-অধিনায়ক), ড্যারিল মিচেল, উইলিয়াম ও'রোর্ক, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার , বেন সিয়ার্স, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।