Image

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে ওশাদা ফার্নান্দো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে ওশাদা ফার্নান্দো

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে ওশাদা ফার্নান্দো

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে ওশাদা ফার্নান্দো

চলতি মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৮ মাস পর দলে ফেরানো হয়েছে টপ-অর্ডার ব্যাটার ওশাদা ফার্নান্দোকে।  বাদ পড়েছেন নিশান মাদুশকা, নিসালা থারাকা এবং কাসুন রাজিথা।

কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। যারা ইংল্যান্ড সফর করেছেন তাদের মধ্যে নিশান মাদুশকা, ফাস্ট বোলিং অলরাউন্ডার নিসালা থারাকা এবং পেসার কাসুন রাজিথা বাদ পড়েছেন।

মাদুশকা ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে বাদ পড়ার আগে প্রথম দুটি টেস্টে ৪,০,৭ এবং ১৩ রান করেছিলেন। মূলত তার পরিবর্তেই দলে নেয়া হয়েছে ওশাদাকে। ৩২ বছর বয়সী ওশাদা ফার্নান্দো  ২১ টেস্ট খেলেছেন। থারাকা বা রাজিথা কেউই ইংল্যান্ডে ম্যাচ খেলেননি।  

এই ৩ জন বাদে ইংল্যান্ড বিপক্ষে টেস্ট দলের বাকি ১৫ জন সদস্য আছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে টেস্টেও। টেস্ট দলের নিয়মিত একাদশ অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, দিমুথ করুণারত্নে, পাথুম নিসাঙ্কা, মিলান রাথনায়েকেরাও থাকছেন সবাই।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড : 

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, ওশাদা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রাথনায়েকে।

আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হবে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three