লিটন দাসের সাথে ওপেনিংয়ে বিপিএল মাতাবেন জেসন রয়
লিটন দাসের সাথে ওপেনিংয়ে বিপিএল মাতাবেন জেসন রয়
লিটন দাসের সাথে ওপেনিংয়ে বিপিএল মাতাবেন জেসন রয়
বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এবারের মৌসুমে আলোচিত দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড বাদশাহ শাকিব খানের দল হওয়ায় ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে বাড়তি উন্মাদনা সবার মাঝে। আজ থেকে টুর্নামেন্ট শুরু, গতকাল ঢাকা ক্যাপিটালস দিয়েছে আরও এক চমক। ঢাকার জার্সিতে বিপিএল মাতাবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী বিগ হিটার জেসন রয়।
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা জেসন রয়কে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যপিটালস। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। খুব দ্রুতই ঢাকা শিবিরে তিনি যোগ দেবেন।
এবারের বিপিএলে দেশীয়দের মাঝে মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের দলে ভিড়িয়ে শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। তাছাড়া ফ্র্যাঞ্চাইজিটিতে বিদেশি ক্রিকেটারদের মাঝে আছেন ক্যারিবিয়ান জনসন চার্লস, লঙ্কান থিসারা পেরেরা, জাহুর খান, শাহনেওয়াজ দাহানি, সাইম আইয়ুবের মতো ক্রিকেটার। দলটির হেড কোচের ভূমিকায় খালেদ মাহমুদ সুজন।
২০২৫ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের পাঁচ ম্যাচ তাদের হোম গ্রাউন্ড মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। লিগ পর্বের ১২ ম্যাচের বাকি ৭টি তারা খেলবে সিলেট ও চট্টগ্রামের মাঠে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে ঢাকা, প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।