Image

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক মাইলফলক, বোর্ডে ৩ নারী পরিচালক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক মাইলফলক, বোর্ডে ৩ নারী পরিচালক

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক মাইলফলক, বোর্ডে ৩ নারী পরিচালক

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক মাইলফলক, বোর্ডে ৩ নারী পরিচালক

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাঁরা গর্বের সাথে তাঁদের বোর্ড অব ডিরেক্টরসে ৩ নারীকে অন্তর্ভূক্ত করেছে। এই পদক্ষেপকে তাঁরা ঐতিহাসিক মাইলফলক হিসাবে মনে করছে সংগঠনের মধ্যে লিঙ্গ বৈচিত্র্যের ক্ষেত্রে। 

ডিয়ান ক্যাম্পবেল ও লুইস ভিক্টর-ফ্রেডেরিক নতুনভাবে যুক্ত হয়েছেন, ডেব্রা কোরিয়াট-প্যাটন আবার ফিরেছেন বোর্ডে। 

ডিয়ান ক্যাম্পবেল জ্যামাইকান ক্রিকেট প্রশাসক। ক্রিকেট প্রশাসক হিসাবে তাঁর অভিজ্ঞতা প্রায় ৩ দশকের। তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রীধারি ও ইতিহাসে (মাইনর ইন পলিটিক্স) ব্যাচেলর ডিগ্রীধারী। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ মনে করছে তাঁর ক্রিকেট প্রশাসন, কর্পোরেট শাসন, এবং সাংগঠনিক উন্নয়ন সংগঠনকে উপকৃত করবে। 

সেন্ট লুসিয়ার লুইস ভিক্টর-ফ্রেডেরিক একজন নামকরা ব্র্যান্ডিং ও কমিউনিকেশন কৌশলবিদ। তিনি ইন্টারন্যাশনাল পাবলিক রিলেশন্স ও গ্লোবাল কমিউনিকেশন্স ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রীধারী। সাথে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর ডিগ্রীধারী। স্নট লুসিয়ায় কর্পোরেট জগতে তিনি নজরকাড়া অবদান রেখেছেন। সেন্ট লুসিয়ার চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি ও এগ্রিকালচারে তিনি পরিচালক হিসাবে আছেন। 

আবার বোর্ডে ফেরা ডেব্রা কোরিয়াট-প্যাটন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর অ্যাটর্নি অ্যাট ল। এমপ্লয়মেন্ট ল, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ল, ডিপ্লোম্যাটিক প্রোটোকলে তাঁর বিশেষজ্ঞ জ্ঞান রয়েছে। তিনি একজন চার্টার্ড ডিরেক্টর ও চার্টার্ড কর্পোরেট সেক্রেটারিও। 

এই ৩ নারীর অন্তির্ভূক্তি ছাড়াও হাল্লাম নিকোলস আবার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে যুক্ত হয়েছেন। ৪ জনের নিয়োগের মেয়াদ শেষ হবে মার্চ, ২০২৫ এ। 

Details Bottom