বাংলাদেশ দ্রুত ১৬৪ রানে অলআউট হয়ে নিতে পারল কেবল ১ উইকেট
বাংলাদেশ দ্রুত ১৬৪ রানে অলআউট হয়ে নিতে পারল কেবল ১ উইকেট
বাংলাদেশ দ্রুত ১৬৪ রানে অলআউট হয়ে নিতে পারল কেবল ১ উইকেট
কিংস্টন টেস্টে ব্যাকফুটে গিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করল বাংলাদেশ। তবে শেষ বিকালে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৬৪ রানের জবাব দিতে নেমে স্বাগতিকরা দিন শেষ করেছে ৩৭ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলে। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে ৯৪ রানে।
স্যাবাইনা পার্কে বাংলাদেশ দিনটা শুরু করেছিল ২ উইকেটে ৬৯ রান নিয়ে। এরপর ব্যাটিং ব্যর্থতায় দুই সেশনে ৪টি করে উইকেট হারিয়ে অলআউট ১৬৪ রানে। ৭১.৫ ওভারে বাংলাদেশকে অল্পতে গুটিয়ে দিতে শেষদিকে তাণ্ডব চালান পেসার জেইডেন সিলস। ১৫.৫ ওভার বল করা সিলস মাত্র ৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ওভার মেডেন দিয়েছেন মোট ১০টি।
সিলসের অতিমানবীয় বোলিংয়ের দিনে সকালেই বাংলাদেশের ৩ উইকেট দ্রুত নিয়ে নেন শামার জোসেফ। বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার সাদমান। ৩৬ রান আসে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে।
এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৩তম ওভারে তারা হারায় প্রথম উইকেট। নাহিদ রানার ১৪৭.১ কিলোমিটার গতির বল সামলাতে ব্যর্থ হয়ে ১২ রানে থাকা মিকাইল লুইসকে ক্যাচ হন লিটন দাসের গ্লাভসে। ২৫ রানে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙলে এরপর স্বস্তি ফেরে ব্র্যাথওয়েট-কার্টি জুটিতে।
সেশনে এরপর আরও ২৪ ওভার খেলা হয়েছে। তবে বাংলাদেশের বোলাররা আর উইকেট ফেলতে পারেনি। উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট অপরাজিত ১১৫ বলে ৩৩ রানে। কেসি কার্টি ৬০ বলে করেছেন ১৯ রান। দু'জনেই বেশ দেখে শুনে দিনের খেলা শেষ করে মাঠ ছাড়েন। ৪৫ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তারা ফের ব্যাটিংয়ে নামবেন তৃতীয় দিনের সকালে।