Image

বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাসের বক্স অফিস পারফরম্যান্স

৯৭ প্রতিবেদক: শিহাব আহসান খান

প্রকাশ : 15 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাসের বক্স অফিস পারফরম্যান্স

বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাসের বক্স অফিস পারফরম্যান্স

বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাসের বক্স অফিস পারফরম্যান্স

বয়সটা ১৯ বছর ৮৫ দিন। মাত্র ১১ প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা স্যাম কনস্টাসের টেস্ট অভিষেক হল বক্সিং ডে টেস্টে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কানায় কানায় পূর্ণ। গ্যালারি ভর্তি দর্শকদের নিজের ভক্ত বানাতে বেশিক্ষণ সময় নেননি কনস্টাস। 

৮৭ হাজার দর্শকের সামনে ক্যারিয়ারের প্রথম বল মোকাবেলা করেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার জাসপ্রীত বুমরাহকে। শুরুর ওভারে ছিলেন নড়বড়ে, একাধিকবার পরাস্ত হয়েছেন, কোনমতে এড়িয়েছেন এইজ হওয়া থেকে। 

বুমরাহর ২য় ওভারের ২য় বলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রানের দেখা পান কনস্টাস। ঐ ওভারে বুমরাহর বলে রিভার্স র‍্যাম্প শট খেলতে গিয়ে পারেননি। চেষ্টা করেছেন আরও, তবে সফল হচ্ছিলেন না। 

২১ বলে ৫ রান নিয়ে ইনিংসের ৭ম ওভারে আবার বুমরাহকে মোকাবেলা করেন কনস্টাস। স্কুপ, রিভার্স স্কুপে ঐ ওভার থেকে ২ টি বাউন্ডারি, ১ টি ওভার বাউন্ডারি আদায় করেন এই তরুণ তুর্কি। ৮৭ হাজার দর্শক তো বটেই, ধারাভাষ্যকাররাও যেনো বিশ্বাস করে উঠতে পারছিলেন না, কি হচ্ছে এমসিজিতে! 

শিরোনামে যেমনটা লেখা- বক্সিং ডে টেস্টে স্যাম কনস্টাস যেনো বক্স অফিস পারফরম্যান্স দেখানো শুরু করেন। যার শুরুটা বুমরাহকে টার্গেট করে, পরে মোহাম্মদ সিরাজকে স্কয়ার ড্রাইভে হতাশ করেছেন। মিড অন দিয়ে বুমরাহকে ছক্কা হাঁকানোর পরের বলে আবার বাউন্ডারি আদায় করেছেন। 

৫২ বলে ৫ চার ও ২ ছক্কায় ফিফটি পূর্ণ করেন কনস্টাস। কনস্টাসের ইনিংস থামে ৬৫ বলে ৬০ রান করে। রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে। 

আউট হবার আগে ব্রডকাস্টার চ্যানেলের সঙ্গে আলাপে জানিয়েছিলেন জাসপ্রীত বুমরাহকে আবার টার্গেট করতে পিছপা হবেন না। কনস্টাসের আগ্রাসী মনোভাবের প্রকাশ পায় মাঠেই। ভিরাট কোহলি তাঁকে অযাচিত ধাক্কা দিলে কনস্টাস সহজে ছেড়ে দেননি তাঁকে।

 

আউট হবার পর এমসিজির দর্শকদের সাথে তাঁকে হাসিমুখে সেলফি তুলতে দেখা যায়। ব্রডকাস্টার চ্যানেলে সাক্ষাৎকারও দেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় ইন্সটাগ্রামে ফলোয়ার বেড়েছে কিনা। কনস্টাসের উত্তর- 'পাঁচ দিনের ব্যানে আছি, এরপর দেখব।' এক দিনেই এত কিছু হয়েছে স্যাম কনস্টাসের সাথে, তবে কনস্টাস ঠিকই জানেন, কিছুই শেষ হয়নি, সবে তো কেবল শুরু... 

Details Bottom
Details ad One
Details Two
Details Three