Image

বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর জার্সিতে জুলাই বিপ্লবের ছোঁয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর জার্সিতে জুলাই বিপ্লবের ছোঁয়া

বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর জার্সিতে জুলাই বিপ্লবের ছোঁয়া

বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর জার্সিতে জুলাই বিপ্লবের ছোঁয়া

জুলাই বিপ্লবে দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে বাংলাদেশ। তবে ছাত্রদের এই আন্দোলনে প্রাণ হারিয়েছে অনেকেই। সেই সব শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে এবারের বিপিএলে নিজেদের জার্সি বানিয়েছে দুই ফ্রাঞ্চাইজি চিটাগং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স।

বাংলাদেশের পতাকা হাতে ছাত্রদের বিজয় উল্লাসের ছবি দিয়ে ডিজাইন করা হয়েছে চিটাগং কিংসের প্রাকটিস জার্সি। জার্সির নিচের অংশে রয়েছে লাল রং অথ্যৎ শহীদদের রক্তের প্রতিক। জার্সির ছবি প্রকাশ করে চিটাগং কিংসের অফিসিয়াল ফেসবুক পেইজে ক্যাপশনে লেখা হয়,

"৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অ'গ্নিকেন্দ্র। মুক্তির শপথে গ'র্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বু'লে'ট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম- হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন। তাদের রক্তে রঞ্জিত মাটি স্বাক্ষী নতুন সূর্যোদয়ের।  নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যূদয়ের গল্প বলবে এই জার্সি।"

 

৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের...

Posted by Chittagong Kings on Tuesday, December 24, 2024

অন্যদিকে বিপিএলের আরেক ফ্রাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স Gez-Z এডিশন ম্যাচ জার্সি বানিয়েছে। এই প্রজন্মের ছাত্রদের আন্দোলনকে স্মরণ করে "এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" থিমে জার্সি বানিয়েছে। এই জার্সিতে রয়েছে জুলাই বিপ্লবের গ্রাফিতি ডিজাইন।

সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পেইজে জার্সির ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, "সিলেট স্ট্রাইকার্স অত্যাশ্চর্য গ্রাফিতি শিল্পের সাথে ডিজাইন করা Gen-Z সংস্করণ অফিসিয়াল ম্যাচ জার্সি চালু করতে পেরে গর্বিত। এই অনন্য ডিজাইনটি ঐতিহাসিক জুলাই বিপ্লবে আমাদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এবং এর থিম 'এসো দেশ বলাই, পৃথিবী বদলাই'।"

 

Sylhet Strikers is proud to introduce the Gen-Z Edition Official Match Jersey, designed with stunning graffiti art. This...

Posted by Sylhet Strikers on Wednesday, December 25, 2024

উল্লেখ্য, এর আগে রংপুর রাইডার্স জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে গ্লোবার সুপার লিগে খেলতে যাওয়ার আগে তাদের প্রাকটিস জার্সি বানিয়েছিলো।

Details Bottom
Details ad One
Details Two
Details Three