Image

১৯ বছর পর পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল, সূচি চূড়ান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 18 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১৯ বছর পর পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল, সূচি চূড়ান্ত

১৯ বছর পর পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল, সূচি চূড়ান্ত

১৯ বছর পর পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল, সূচি চূড়ান্ত

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ (২৪ ডিসেম্বর) নিশ্চিত করেছে, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দল পাকিস্তান সফর করবে।  

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ৬ জানুয়ারি ইসলামাবাদে পৌঁছাবে এবং রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১০-১২ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান শাহীনসের বিপক্ষে একটি তিন দিনের ম্যাচ খেলার পর তারা মুলতানে পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টেস্ট খেলবে। প্রথম টেস্ট ১৭-২১ জানুয়ারি এবং দ্বিতীয় টেস্ট ২৫-২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।  

এই সফর হবে ওয়েস্ট ইন্ডিজ দলের ১৯ বছরের মধ্যে পাকিস্তানে প্রথম টেস্ট সফর। সর্বশেষ তারা ২০০৬ সালের নভেম্বরে তিনটি টেস্ট খেলেছিল। পাকিস্তানের বিপক্ষে তাদের সর্বশেষ অ্যাওয়ে টেস্ট সিরিজ হয়েছিল ২০১৬ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে। তবে ২০১৮ সালের এপ্রিল থেকে ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তানে তিনবার সফর করেছে - একবার ওয়ানডে সিরিজ (জুন ২০২২) এবং দুবার টি-টোয়েন্টি সিরিজ (এপ্রিল ২০১৮ এবং ডিসেম্বর ২০২১) খেলার জন্য।  

ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরের সূচি:  

১০-১২ জানুয়ারি – তিন দিনের ম্যাচ বনাম পাকিস্তান শাহীনস, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম  

১৭-২১ জানুয়ারি – প্রথম টেস্ট, মুলতান ক্রিকেট স্টেডিয়াম  

২৫-২৯ জানুয়ারি – দ্বিতীয় টেস্ট, মুলতান ক্রিকেট স্টেডিয়াম।   

Details Bottom
Details ad One
Details Two
Details Three