অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫-এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশের মেয়েরা আছে বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জানুয়ারি।
২০২৫ অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা। ১৫ সদস্যের মূল দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও চার জনকে। ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে ১৬ দলের এই বিশ্বকাপ।
সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল আগামী ২ জানুয়ারি কলম্বোর উদ্দেশ্যে রওয়ানা হবে। বিশ্বকাপ ইভেন্টের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কার বিরুদ্ধে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ৩-৯ জানুয়ারি এই ম্যাচগুলো মাঠে গড়াবে।
এরপর বিশ্বকাপ মিশনে মালয়েশিয়াতে যাবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে বাংলাদেশের সবকটি ম্যাচ হবে মালয়েশিয়ার সেলানগরের ইউকেএম ওয়াইএসডি ক্রিকেট ওভাল স্টেডিয়ামে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী স্কোয়াড-
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাও য়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।
স্ট্যান্ড বাই:আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, আরভিন তানি, মাহারুন নেছা।